ওই ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি ৷ তারপর থেকেই ইউটিউবে হোক কিংবা মিম, ওই ভিডিও চারিদিকে ছেয়ে গিয়েছিল ৷ কিন্তু এবার পরিস্থিতি অন্য ৷ দুবাইয়ের মাঠেও রবিবার ভারত-পাক (India vs Pakistan) ম্যাচ দেখতে হাজির ছিলেন ওই পাক সমর্থক ৷ আর এবার ভারতের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপে ঐতিহাসিক ম্যাচ জয় পাকিস্তানের! স্বভাবতই সেলিব্রেশন তো হবেই ৷
advertisement
ম্যাচ শেষে ফাঁকা স্টেডিয়ামেই এক বন্ধুকে সঙ্গে নিয়ে নেমে পড়েছিলেন ‘মারো মুঝে মারো’ হিসেবে বিখ্যাত যুবক মোমিন সাকিব ৷ দেখা যায় ড্রেসিংরুম থেকে সোজা দৌড়ে নেমে পড়লেন মাঠে ৷ মাঠের ঘাস ছিড়তে ছিড়তে বলেন, ‘‘এই ১০ উইকেটে জয় সবসময়ে মনে রাখব ৷ আমার মনে হচ্ছে এই মাঠের ঘাস এবং মাটি খেয়ে ফেলি ৷’’
ওল্ড ট্র্যাফোর্ডে ২০১৯ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৩৩৬ রান করেছিল ভারত ৷ সেই ম্যাচে প্রায় একপেশেভাবেই পাকিস্তানকে হারায় কোহলিরা ৷ আর এবার ম্যাচের চিত্রটা ছিল সম্পূর্ণ উল্টো ৷ এখানে কোহলিরাই পাকিস্তানের কাছে হারলেন ১০ উইকেটে ৷ স্বভাবতই পাক সমর্থকরা এই বিরাট জয়ের সেলিব্রেশন তো করবেনই ৷
রবিবারের ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরেও একটি ভিডিওতে দেখা যায় মোমিন সাকিবকে ৷ যেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘‘ আরে ১০ উইকেটে জয় বন্ধু ... এতো বিপক্ষকে অত্যাচার... এই তো আসল মজা ৷ পাকিস্তান মনে হচ্ছে কাপ জিতে নিয়েছে ৷ ’’
