মেসি গত মরশুমের গরমে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইনে (PSG) যোগ দিয়েছিলেন৷ কিন্তু বিশ্বের অন্যতম এই ধণী ক্লাব মেসির পারফরম্যান্সে যে উচ্চতায় পৌঁছে যাবে ভেবেছিল তা অবশ্য হয়নি৷ সাতবারের ব্যালন ডি অর জয়ী লিও মেসি চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) ম্যাচে রিয়েল মাদ্রিদের বিরুদ্ধে হেরে যায়৷ যার ফলে এবারের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অভিযান খতম হয়ে যায় পিএসজি-র (PSG)৷ এদিনের ম্যাচে খেলা শেষ হয় ৩-১ গোলে৷ ম্যাচের শুরু থেকেই খেলতে নেমেছিলেন লিও মেসি৷
advertisement
পিএসজি ফ্যানরা বেশ কিছু ফুটবলারের বিরুদ্ধে রেগে আগুন হয়ে রয়েছে৷ তাঁদের রাগের তোপ মূলত দুই মহাতারকা লিওনেল মেসি এবং নেইমারের বিরুদ্ধে৷ পিএসজি বনাম বোর্দো ম্যাচে মাঠে যখন এই দুজন নামেন তখন ‘বু’ করা হয় কার্যত হায় হায় বলা হয়৷
দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)
বুধবারের ম্যাচে পিএসজি -র জার্সিতে একমাত্র গোলটি করেছিলেন কিলিয়ান এমবাপে , তাই তাঁর নামে করতালি ধ্বনি দেওয়া হয়৷ আর বাকিদের নামে হায় হায়ই জোটে৷
আরও পড়ুন - Viral Photos: বউয়ের সিঁথিতে সিঁদুরদান থেকে গায়ে হলুদে মাখামাখি সোহাগ, রাহুল চাহারের বিয়ের অ্যালবাম
এদিকে মেসিকে এই পরিস্থিতির শিকার হতে হচ্ছে দেখে মেসির ফ্যানরা সোশ্যাল মিডিয়ায় রেগে আগুন হয়ে যান৷ দেখে নিন কী ভাবে মেসির নাম ঘোষণার পর ফ্যানরা আগুন হয়ে যান৷ ভাইরাল ভিডিও (Viral Video)৷
একজন মন্তব্য করেন, এটা খুবই দুঃখের কী ভাবে কেউ মেসিকে এভাবে অসম্মান করতে পারে৷ আবার কেউ লেখেন সর্বকালীন সেরা প্লেয়ার আপনাদের দলে রয়েছে আর আপনারা জানেন না তাঁকে কিভাবে সম্মান জানাতে হয়৷ আবার একজন লিখেছেন , ডিয়ার পিএসজি ফ্যান (যদি কেউ থাকে), লিওনেল মেসির বাঁ পা তোমাদের ক্লাবের থেকে বড় হয়৷