TRENDING:

Viral Video: পিএসজি -র ম্যাচে মাঠে মেসির নামে হায় হায়! ফ্যানদের ‘এই’ কাজের ভিডিও ভাইরাল

Last Updated:

পিএসজি বনাম বোর্দো ম্যাচে মাঠে যখন এই দুজন নামেন তখন ‘বু’ করা হয় কার্যত হায় হায় বলা হয়৷ দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Viral Video: lionel messi and neymar booed by paris saint germain fans
Viral Video: lionel messi and neymar booed by paris saint germain fans
advertisement

মেসি গত মরশুমের গরমে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইনে (PSG) যোগ দিয়েছিলেন৷ কিন্তু বিশ্বের অন্যতম এই ধণী ক্লাব মেসির পারফরম্যান্সে যে উচ্চতায় পৌঁছে যাবে ভেবেছিল তা অবশ্য হয়নি৷ সাতবারের ব্যালন ডি অর জয়ী লিও মেসি চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) ম্যাচে রিয়েল মাদ্রিদের বিরুদ্ধে হেরে যায়৷ যার ফলে এবারের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অভিযান খতম হয়ে যায় পিএসজি-র (PSG)৷ এদিনের ম্যাচে খেলা শেষ হয় ৩-১ গোলে৷ ম্যাচের শুরু থেকেই খেলতে নেমেছিলেন লিও মেসি৷

advertisement

পিএসজি ফ্যানরা বেশ কিছু ফুটবলারের বিরুদ্ধে রেগে আগুন হয়ে রয়েছে৷ তাঁদের রাগের তোপ মূলত দুই মহাতারকা লিওনেল মেসি এবং নেইমারের বিরুদ্ধে৷ পিএসজি বনাম বোর্দো ম্যাচে মাঠে যখন এই দুজন নামেন তখন ‘বু’ করা হয় কার্যত হায় হায় বলা হয়৷

দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)

বুধবারের ম্যাচে পিএসজি -র জার্সিতে একমাত্র গোলটি করেছিলেন কিলিয়ান এমবাপে , তাই তাঁর নামে করতালি ধ্বনি দেওয়া হয়৷ আর বাকিদের নামে হায় হায়ই জোটে৷

আরও পড়ুন - Viral Photos: বউয়ের সিঁথিতে সিঁদুরদান থেকে গায়ে হলুদে মাখামাখি সোহাগ, রাহুল চাহারের বিয়ের অ্যালবাম

advertisement

এদিকে মেসিকে এই পরিস্থিতির শিকার হতে হচ্ছে দেখে মেসির ফ্যানরা সোশ্যাল মিডিয়ায় রেগে আগুন হয়ে যান৷ দেখে নিন কী ভাবে মেসির নাম ঘোষণার পর ফ্যানরা আগুন হয়ে যান৷ ভাইরাল ভিডিও (Viral Video)৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

একজন মন্তব্য করেন, এটা খুবই দুঃখের কী ভাবে কেউ মেসিকে এভাবে অসম্মান করতে পারে৷ আবার কেউ লেখেন সর্বকালীন সেরা প্লেয়ার আপনাদের দলে রয়েছে আর আপনারা জানেন না তাঁকে কিভাবে সম্মান জানাতে হয়৷ আবার একজন লিখেছেন , ডিয়ার পিএসজি ফ্যান (যদি কেউ থাকে), লিওনেল মেসির বাঁ পা তোমাদের ক্লাবের থেকে বড় হয়৷

বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: পিএসজি -র ম্যাচে মাঠে মেসির নামে হায় হায়! ফ্যানদের ‘এই’ কাজের ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল