রিজার্ভ বেঞ্চে রয় কৃষ্ণ তখন শিশুর মত লাফাচ্ছেন। কোচ হুয়ান আবেগ ধরে রাখতে পারছেন না। কিয়ান ততক্ষণে স্পর্শ করে ফেলেছেন বাইচুং ভুটিয়া এবং এডে চিডিকে। আরো অতীতের কথা বললে অমিয় দেবের হ্যাটট্রিক রয়েছে ডার্বিতে। এই কিংবদন্তিদের তালিকায় মাত্র কয়েকটা মিনিটে ব্যবধানে নিজের নাম খোদাই করে দিলেন জামশিদ নাসিরির ছেলে কিয়ান নাসিরি (Kiyan Nassiri)।
advertisement
ডার্বি বিভিন্ন সময়ে বিভিন্ন তারকার জন্ম দেয়৷ ২০২২-র জানুয়ারির ডার্বিরও মঞ্চও এক উঠতি তারকাকে চিনিয়ে দিল৷ কিয়ান নাসিরি (Kiyan Nassiri) স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত৷ তবে তাঁর মাটিতেই পা৷ তাই হ্যাটট্রিক করা ম্যাচে -র পর ড্রেসিংরুমে তিনি তাঁর পারফরম্যান্সের জন্য ক্রেডিট দিয়েছেন তাঁর সবুজ-মেরুণ সতীর্থদের৷
আরও পড়ুন - West Medinipur News: হনুমানের মৃত্যুতে মাথা ন্যাড়া, পুরোহিত ও নাপিত ডেকে শ্রাদ্ধ
দেখে নিন ড্রেসিংরুমে তিনি ঠিক কি বলেছিলেন, আর কি করছিলেন, দেখে নিন এটিকে মোহনবাগান ড্রেসিংরুমে কিয়ান নাসিরির (Kiyan Nassiri) ভাইরাল ভিডিও (Viral Video)৷
বিখ্যাত বাবার ছেলে সব সময় বিখ্যাত হয় এমন উদাহরন কম। হাতে গোনা কিছু আছে অবশ্য। বছর একুশের ছেলেটা যখন সেন্ট জেভিয়ার্স স্কুলের মাঠে অনুশীলন করত, খুব কাছ থেকে দেখেছিলেন প্রাক্তন ডিফেন্ডার অনিত ঘোষ। ছেলেটা বাকি চারজন সমবয়সীর থেকে আলাদা বোঝা গিয়েছিল। বাবা ৮ এর দর্শকের কলকাতা ময়দান কাঁপানো ইরানিয়ান সুপারস্টার জামশিদ নাসিরি অবশ্য ছেলেকে চাপ দেননি। বেড়ে উঠতে দিয়েছেন নিজের মতো করে।
আরও পড়ুন - Extramarital Affair: দু' বছর ধরে বৌদির সঙ্গে প্রেম, হঠাৎই মুখ ঘোরাল বৌদি, তারপর
২০০০ কিলোমিটার দূরের মারগাও নেহেরু স্টেডিয়ামে সবুজ মেরুনকে কাঙ্খিত ডার্বি জিতিয়েছেন কিয়ান নাসিরি। সারা বিশ্বে সবুজ মেরুন সমর্থকদের হৃদয় জিতে নিয়েছেন বছর একুশের ছেলেটা। বাবা এবং প্রাক্তন ময়দান কাঁপানো বিখ্যাত ইরানি স্ট্রাইকার জামশিদ নাসিরি এক কথায় মেনে নিলেন ছেলের নায়ক হয়ে ওঠার পেছনে প্রাক্তন মোহনবাগানের আই লিগ জয়ী কোচ কিবু ভিকুনার অবদান রয়েছে।