ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) দ্বিতীয় একদিনের ম্যাচে একসময় ওয়েস্টইন্ডিজের রান ছিল ৭৬৷ আর উইকেট হারিয়েছিল ৫ উইকেট৷ ভারতীয় দল এই ম্যাচ সহজ জিতে যাবে কিন্তু এরপর ওডিন স্মিথ, শমার ব্রুকস, অকিল হুসেনের জুটিতে দলকে আস্তে আস্তে জয়ের লক্ষ্যে নিয়ে যাচ্ছিল৷ এরপর বিরাট কোহলির (Virat Kohli) এক কঠিন ক্যাচ আবার ভারতীয় দলক ম্যাচে ফেরায়৷
advertisement
আরও পড়ুন -Viral News: ব্রেস্টফিডিংয়ের ছবি কেন দেন সোশ্যাল মিডিয়ায়, খোলাখুলি জানালেন বলি অভিনেত্রী
আসলে কাইরন পোলার্ডের জায়গায় ম্যাচে শামিল হওয়া ওডিন স্মিথ দ্রুত রান তুলছিলেন৷ তিনি ২০ বলে ২ টি ছক্কার এবং একটি চারের সাহায্যে ২৪ রান করে ফেলেন৷ এরমধ্যে ৪৫ ওভারের শেষ বলে ওয়াশিংটন সুন্দরের বিরুদ্ধে হাওয়ায় শট খেলেন৷ কিন্তু বল ব্যাটে সঠিকভাবে লাগেনি৷ মিডউইকেটের দিকে হাওয়ায় থাকা বল অনেকটা উঁচুতে উঠে যায়৷ এই বল প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) হাওয়ায় থাকা ওই মুশকিল ক্যাচ কোনও ভুল না করে ধরে নেন৷ ক্যাচ ধরার সময় তার মাথা মাটিতে ঠুকেও যায়৷ কিন্তু হাত থেকে ক্যাচ ফেলেননি বিরাট কোহলি (Virat Kohli)৷
ওডিন স্মিথকে আউট করার পর বিরাট দারুণ খুশি হয়ে যান৷ আর নাচ করতে শুরু করেন বিরাট কোহলি (Virat Kohli)৷ আর সেটা যে কোনও নাচ নয়৷ সুপারহিট ছবি পুষ্পার (Pushpa) সুপারহিট শ্রীবল্লি (Srivalli Songs) গানের ছন্দে আল্লু অর্জুনের তালে তালে নাচছেন৷
সুপারহিট ছবি পুষ্পার (Pushpa) সুপারহিট শ্রীবল্লি (Srivalli Songs) গানের ছন্দে আল্লু অর্জুনের তালে তালে নাচ বিরাট কোহলির (Virat Kohli)৷ দেখুন ভাইরাল ভিডিও (Viral Video)৷
সুপারহিট ছবি পুষ্পার (Pushpa) সুপারহিট শ্রীবল্লি (Srivalli Songs) গানের ছন্দে আল্লু অর্জুনের তালে তালে নাচ
আরও পড়ুন - প্রতিদ্বন্দ্বীকে প্রণাম করেই ময়দানে হিরণ,'ব্যবহার'ই তাঁকে এগিয়ে রাখছে ভোটের লড়াইতে
নেটিজেনরা যখন সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করছেন৷ তখন বিসিসিআই নিজের অফিসিয়াল হ্যান্ডেলে প্রাক্তন অধিনায়কের ক্যাচ ধরার ছবি শেয়ার করেছে৷
স্মিথের ক্যাচ ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল ম্যাচের সময়৷ ওয়েস্টইন্ডিজের তিনিই শেষ আশা ছিলেন৷ তাঁর আউট হওয়ার পরে ক্যারিবিয়ান দল ৪৬ ওভারে অলআউট হয়ে যায়৷