TRENDING:

Viral Video: ‘ইটালিয়ান সেলুন’ বিদেশি ক্রিকেটার মুম্বইয়ের রাস্তার ধারে বসে ছাঁটলেন চুল

Last Updated:

Viral Video: মুম্বইয়ের রাস্তার পাশের নাপিতের দোকানে নিজের মেকওভার সেরেছেন ইংলিশ এই তারকা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: মুম্বইয়ের রাস্তায় কী সিন! প্রাক্তন ইংলিশ অধিনায়ক ফুটপাতে বসে চুল কাটছেন৷  ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, মাইকেল ভন, বিশ্বকাপের জন্য ভারতে রয়েছেন৷ মেকওভার করার জন্য যেখানে ভারতীয় ক্রিকেটাররা বড় বড় স্যাঁলোতে যান সেখানে মুম্বইয়ের রাস্তার পাশের নাপিতের দোকানে নিজের মেকওভার সেরেছেন ইংলিশ এই তারকা৷ নিজের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি৷   ক্লিপটি শেয়ার করার সময়, ট্যাগলাইনে লেখেন “দিওয়ালি পার্টি ট্রিম”৷
রাস্তায় বসে সেলুনে হেয়ার কাট- Photo Courresy- X account video grab
রাস্তায় বসে সেলুনে হেয়ার কাট- Photo Courresy- X account video grab
advertisement

পাশাপাশি তিনি আরও বলেন ‘ভাল বন্ধু দিনজায়ালের কাছ থেকে একটি হেড ম্যাসাজ’ পেয়েছেন। টাইমল্যাপস ভিডিওতে, ক্রিকেটারকে চুল কাটার আগে গায়ে কাপড় দিয়ে চেয়ারে বসে থাকতে দেখা যায় , নাপিত তার চুল কাটে। কয়েক সেকেন্ড পরে, তাকে মাথা এবং কাঁধের ম্যাসেজ করতে দেখা যায়, ভিডিওতে তাঁর চোখমুখ দেখে মনে হয় তিনি সেটা উপভোগ করছেন। মাইক্রোব্লগিং সাইটে তিনি নিজেই ভিডিও আপলোড করেছেন৷

advertisement

আরও পড়ুন – CCTV Video: চোখের সামনে ঘটে গেল মর্মান্তিক ঘটনা, দাদু গাড়ি চালিয়ে দিলেন নিজের নাতির ওপর, চোখে দেখা যায় না

দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)

কয়েক ঘন্টা আগে, ইংলিশ ক্রিকেটার এক্স-এ গিয়েছিলেন এবং একই নাপিতের কাছ থেকে নিজের শেভ করার একটি ছবি শেয়ার করেছিলেন। ক্যাপশনে তিনি বলেন, “সোমবার আমার ভালো বন্ধু দিনজয়ালের সাথে অরমিনস্টন রোডে শেভিং ডে করছে .. #মুম্বই।”

শেয়ার করার পর থেকে, তার পোস্টগুলি নেটিজেনদের দারুণ পছন্দ হচ্ছে।

একজন বলেছেন, “আপনি নাপিতকে তার কাজ শেষ করার পরে বলতে পারেন “একদম চকাচক হো গ্যায়ে” – অর্থাৎ একদম চকচকে হয়ে গেছেন।

আরেকজন লিখেছেন, “ব্যয়বহুল শোরুমে পেশাদার চুল কাটা একটি মিথ, আপনি রাস্তার পাশেও সেরা পেতে পারেন…”

advertisement

আরও একজন নেটিজেন জানিয়েছেন- “আমাদের লোকাল ছেলেদের কাজ এভাবে  ছড়িয়ে দিচ্ছেন দারুণ!!”

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

‘প্রথমে চুল কাটা এবং এখন শেভ করা। আবেশ বুঁদ’- আরেক নেটিজেনর মন্তব্য৷

বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: ‘ইটালিয়ান সেলুন’ বিদেশি ক্রিকেটার মুম্বইয়ের রাস্তার ধারে বসে ছাঁটলেন চুল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল