প্রায় ৩০ সেকেন্ড হৃদয় আটকে যাওয়ার মতো অবস্থা হবে৷ ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে তিন ব্যক্তি প্যারাশ্যুট নিয়ে জোর হাওয়ায় উড়ে যাওয়ার কথা ছিল৷ তারপর প্যারশ্যুটে চাপ বাড়ার কারণে হাওয়ায় উড়তে শুরু করে৷ তারপর প্যারাশ্যুট হাওয়ায় টার্ন নেয়৷ তারপর সেটা দ্রুত মাটিতে ধপাস করে পড়ে যায়৷ তিন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়৷ এখনও অবধি অবশ্য কারোর মৃত্যুর খবর পাওয়া যায়নি৷ তবে চোট অত্যন্ত গম্ভীর৷
advertisement
আরও পড়ুন - Maldah News: ভবিষ্যতের স্বপ্ন লুকিয়ে তাঁর পায়ে, জো সোরেন নির্বাচিত হলেন বেঙ্গল ফুটবল অ্যাকাডেমিতে
এর আগে নভেম্বর ২০২১ এ দিউ থেকে এই ধরণের ঘটনা সামনে এসেছিল৷ যখন প্যারাশ্যুটের দড়ি হঠাৎ করে ছিঁড়ে যায়৷ গুজরাতের জুনাগড়ের বাসিন্দা অজিত কথাড, তাঁর স্ত্রী সরলা ছুট্টিয়া, বিতানে দিউ আইল্যান্ড পৌঁছে যায়৷ গতিমত দম্পতি বিনা কোনও চোটে সমুদ্রের বাইরে বেরিয়ে যায়৷ দুজনেই লাইফ জ্যাকেট পরে থাকাকালীন দুজনের প্রাণ বেঁচে যায়৷
দেখে নিন বীভৎসা ভরা ভাইরাল ভিডিও (Viral Video)
প্যারাসেলিং বা প্যারাগ্লাইডিং এক ধরণের অ্যাডভেঞ্চার স্পোর্টস৷ ভ্রমণার্থীরা সমুদ্র সৈকতে এই ধরণের ঘটনা থেকে আনন্দ ওঠান৷ এতে প্যারাশ্যুটের দড়ি ছিঁড়ে গেছে এরকম হয় না৷