সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ারের সংখ্যা প্রায় আট লক্ষ৷ কিন্তু তিনি তাঁর দর্শকদের জন্য যে ধরণের ভিডিও বা রিল নিয়ে আসেন তা অত্যন্তই ‘কুরুচিকর’ তকমার আওতায় পড়ে৷ রীতিমতো কুৎসিত আঙ্গিকে শরীর সর্বস্ব ভিডিও পোস্ট করেন হেমাশ্রী৷ এবারও যা করেছেন তা ভদ্রতা তথা শালীনতার সীমা পার করেছে এমনটাই মত একাংশের নেটিজেনদের৷
আরও পড়ুন – Rahul Dravid: জাতীয় দলে আর কাজ নয়, আইপিএল ফ্রাঞ্চাইজির মোটা টাকার অফার, দ্রাবিড় এবার কোথায়
advertisement
সিঁথি রাঙালেন ট্র্যাভিস হেডের নামে, কলকাতা মডেলের ভার্চুয়াল বিয়ের সেই ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় একেবারে ছিঃ ছিঃ, দেখে নিন সেই ভাইরাল রিল৷
ভিডিওতে লাল রঙের একটি শাড়ি পরেছেন তিনি, বুকের কাছে ট্র্যাভিস হেডের একটি ফটো৷ তাঁকে জড়িয়ে ধরে নিজে হাতেই কপাল থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর দিয়ে দেন তিনি৷
ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালে তুমুল পারফরম্যান্স করেন অস্ট্রেলিয়ান ট্র্যাভিস হেড দুরন্ত পারফরম্যান্স করেছিলেন৷ তাই তাঁকে এরকম বালখিল্য ও অশ্লীল আঙ্গিকের আচরণ নেটিজেনদের পোষায়নি৷