Rahul Dravid: জাতীয় দলে আর কাজ নয়, আইপিএল ফ্রাঞ্চাইজির মোটা টাকার অফার, দ্রাবিড় এবার কোথায়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Rahul Dravid: ভারতীয় ক্রিকেটে দ্রাবিড় জমানা শেষ হওয়ার পরে এই মুহূর্তে এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ তাঁর দায়িত্ব সামলেছেন৷
: ভারতীয় ক্রিকেট দল আইসিসি বিশ্বকাপের পর এখন বড় প্রশ্নের সামনে দাঁড়িয়ে৷ তাঁরা দলের জন্য নতুন কোচ খুঁজছে৷ বিসিসিআইয়ের সঙ্গে রাহুল দ্রাবিড়ের চুক্তি শেষের পরে ভারতীয় দল নতুন হেডস্যার খুঁজছে৷ কারণ দ্রাবিড় আর ভারতীয় দলের সঙ্গে চুক্তিবৃদ্ধিতে নাকি সেভাবে আগ্রহী নন৷ তাঁর দিক থেকে কোনও কিছুতেই আগ্রহ দেখা যায়নি৷ অস্ট্রেলিয়া সিরিজে এনসিএ প্রধান দায়িত্ব সামলে দিচ্ছেন৷ Photo- AP
advertisement
অস্ট্রেলিয়া বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনালে হেরেছে টিম ইন্ডিয়া৷ এই টুর্নামেন্ট শেষের সঙ্গে সঙ্গেই রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে৷ রোহিতের অধিনায়কত্ব এবং দ্রাবিড়ের কোচিংয়ে ভারত ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল৷ পাশাপাশি ফাইনালের আগে পর্যন্ত টিম ইন্ডিয়া অপরাজিত ছিল৷ খেতাব জিততে না পারার আক্ষেপ তার মধ্যে চিরকাল থাকবে৷
advertisement
ভারতীয় ক্রিকেটে দ্রাবিড় জমানা শেষ হওয়ার পরে এই মুহূর্তে এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ তাঁর দায়িত্ব সামলেছেন৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের পরে শুরু হওয়া টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে জিতেছে ভারত৷ এবার বিসিসিআইয়ের কোর্টে বল তাঁকে আগামী দিনে ভারতীয় সিনিয়র দলের কোচ হিসেবে রাখা হবে নাকি আরও কাউকে প্রধান কোচ করা হবে৷
advertisement
আইপিএল দলের সঙ্গে এবার যোগ দিতে পারেন রাহুল দ্রাবিড়ভারতীয় দলের সঙ্গে ২ বছরের মেয়াদ খতম হয়েছে দ্রাবিড়ের৷ এবার জোর খবর আইপিএল ফ্রাঞ্চাইজির সঙ্গে কাজ করবেন দ্য ওয়াল৷ একটি সর্বভারতীয় সংস্থার মতে লখনউ সুপার জায়ন্টসের সঙ্গে মেন্টর হিসেবে কাজ করতে পারেন দ্রাবিড়৷ এর আগের মেন্টর গৌতম গম্ভীর কেকেআরের মেন্টর হয়েছেন আইপিএল ২০২৪-এ৷