আরও পড়ুন: ধোনি না রোহিত! অধিনায়ক হিসেবে কে সবথেকে বেশি ট্রফি জিতেছে? সব মিলিয়ে অঙ্কটা অনেকের অজানা
রবিবার রাতে ঘটল ঠিক তেমনটাই। দুবাইতে সদ্য ম্যাচ জেতার পর ট্রফি নিয়ে সাংবাদিক বৈঠকে বসেছিলেন রোহিত। বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। সেই সাংবাদিক বৈঠকেই অবসর নিয়ে প্রশ্নও উড়িয়ে দিয়েছেন তিনি। মাঠ ছাড়বার আগে সাংবাদিকদের সঙ্গে ট্রফি নিয়ে ছবিও তুলেছেন। কিন্তু, বৈঠক শেষে চ্যাম্পিয়ন্স ট্রফিটাই নিতে ভুলে যান রোহিত! পাশে এক ব্যক্তি সেই ট্রফিটি সঙ্গে করে নিয়ে যান। আর, সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
advertisement
আরও পড়ুন: ২০২৭ বিশ্বকাপে কি খেলবেন? কেরিয়ার নিয়ে কী ভাবনা? চমকে দেওয়া উত্তর রোহিতের
রোহিতের এই ভুলো রোগ অবশ্য নতুন নয়। অতীতে বার বার বিভিন্ন জিনিস ভুলেছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীনই এক দিন টিমবাসে ওঠার আগে তাঁর মনে পড়ে মোবাইল নিতে ভুলে যাওয়ার কথা। এক কর্মীকে সঙ্গে নিয়ে মোবাইল নিয়ে আসেন। শুধু দরকারি মোবাইল নয়, পাসপোর্ট, মানিব্যাগ, ঘরের চাবি ইত্যাদি নানা জিনিস ভুলে যাওয়ার পুরনো অতীত রয়েছে রোহিতের।