TRENDING:

ট্যুইটে ফের সচিনকে বিঁধলেন কাম্বলি

Last Updated:

বাল্যবন্ধুর সচিন তেন্ডুলকরের সঙ্গে তাঁর সম্পর্কে চিড় ধরেছে অনেক বছর আগের থেকেই ৷ তাই এই ট্যুইট যে তাঁর একেবারেই ভালো লাগেনি, তাতে কোনও সন্দেহ নেই ৷ সঙ্গে সঙ্গে তাঁরা কাম্বলিকে খোঁচাতে শুরু করেন সকলে। কাম্বলি অবশ্য সেগুলোর আর জবাব দেননি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বন্ধুত্বের সাত বছর অতিক্রান্ত হলে নাকি সেই বন্ধুত্ব কখনও ভাঙে না ৷ সম্প্রতি ট্যুইটারে @ক্লাসিফায়েডফ্যাক্ট-এর ট্যুইট দেখে এর বিরোধীতাই করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি ৷ তিনি লেখেন, ‘ভুল’ ৷ তিনি এমনটা কেন লিখেছেন, সেটা আন্দাজ করা হয়তো কঠিন নয় ৷ বাল্যবন্ধুর সচিন তেন্ডুলকরের সঙ্গে তাঁর সম্পর্কে চিড় ধরেছে অনেক বছর আগের থেকেই ৷ তাই এই ট্যুইট যে তাঁর একেবারেই ভালো লাগেনি, তাতে কোনও সন্দেহ নেই ৷ সঙ্গে সঙ্গে তাঁরা কাম্বলিকে খোঁচাতে শুরু করেন সকলে। কাম্বলি অবশ্য সেগুলোর আর জবাব দেননি।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাঁথা-কম্বলের দিন শেষ! শীতের বাজার কাঁপাচ্ছে রকমারি ব্ল্যাঙ্কেট
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
ট্যুইটে ফের সচিনকে বিঁধলেন কাম্বলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল