ঝাড়খণ্ডের পাহাড় প্রমাণ ৪১২ রানের লক্ষ্যমাত্রার সামনে কর্নাটককে একসময় মনে হয়েছিল হয়ত কর্নাটক পারবে না।
কিন্তু, এরপরেই ক্রিজে দেবদত্ত পাড়িক্কালের ১৪৭ রানের অনবদ্য রানের দৌলতে ম্যাচ নিজেদের নামে করে নেয় কর্নাটক। লিস্ট-এ ক্রিকেটের ইতিহাসে এই ম্যাচ অন্যতম স্মরণীয় একটি ম্যাচ।
প্রসঙ্গত, ঘরোয়া ক্রিকেটে একেবারে চেনা ছন্দে দেখা যায় রোহিত শর্মাকেও। সাত বছর পর বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলতে নেমে সেঞ্চুরি করেন ‘হিটম্যান’। মাত্র ৬২ বলে সিকিমের বিরুদ্ধে এই শতরান করেন রোহিত। অন্যদিকে, নজির গড়েন বিরাট কোহলিও। ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। ফলে, দ্বিতীয় ভারতীয় হিসাবে সচিন তেন্ডুলকরের পরেই নিজের নামে আরও একটা মাইলস্টোন গড়েন কিং কোহলি।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 24, 2025 8:10 PM IST
