জানা গিয়েছে দুই প্রতিদ্বন্ধি চ্যানেল ডিজনি-স্টার এবং সোনি পিকচার্স নেটওয়ার্ককে পরাজিত করে Viacom 18 জিতেছে এই স্বত্ত্ব। এর আগে ২০১৮ সালে ডিজনি স্টার ৬০ কোটি টাকায় ম্যাচটির মিডিয়া স্বত্ত্ব কিনেছিল।
এবার কোম্পানিগুলি টেন্ডারে কম আগ্রহ দেখানোর পর বিসিসিআই তার দাম কমিয়ে ৪৫ কোটি টাকা করেছিল। তবে বেশ কিছু হাই-প্রোফাইল খেলা যেমন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ম্যাচকে বিবেচনা করে বিসিসিআই একটি বড় দর আশা করছিল। পরের সার্কেলে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৯টি ম্যাচ খেলবে ভারত।
advertisement
আরও পড়ুন: রাখির ভারে হাতই তুলতে পারছেন না! ৭ হাজার রাখি পরে রেকর্ড খান স্যারের
Viacom 18 ভারতীয় ক্রিকেট দলের হোম ম্যাচের জন্য টিভি এবং ডিজিটালের পাঁচ বছরের জন্য স্বত্ত্ব নিয়েছে। ৬০০০ কোটি টাকায় এই স্বত্ত্ব কেনায় ম্যাচ প্রতি ৬৮ কোটি টাকা দিতে হবে তাদের। শেষ চক্রে ম্যাচ প্রতি ৬০.১৮ কোটি টাকা পেত বোর্ড। এবার খুব বেশি বৃদ্ধি না হলেও বিশেষজ্ঞরা মনে করছেন এটি একটি ভালো চুক্তি।