স্ত্রীকেও উৎসর্গ করেছেন তিনি। বরুণ চক্রবর্তীর হাতে কঠিন ওভার বোলিং তুলে দেন ক্যাপ্টেন নীতীশ রানা। এবং তিনি এই দায়িত্ব পালন করেন। বরুণ চক্রবর্তী আরও বলেন, আমি চ্যালেঞ্জ পছন্দ করি। এবং নীতীশ যখন অনুভব করেন যে আমি সেই ভূমিকা পালন করতে পারি, তিনি আমাকে বল হাতে দেন। আমি এটা পছন্দ করি।
advertisement
আরও পড়ুন - CSK: চেন্নাই নাকি বুড়োদের দল! লিগের মগডালে উঠে যোগ্য জবাব দিচ্ছে ধোনি ব্রিগেড
এর পর বরুণ বলেন, এর কৃতিত্ব আমি আমার নবজাতক ছেলেকে দেব, আমি এখনও তাঁকে দেখতে পারিনি। আমি তাঁকে এবং আমার স্ত্রীকে এই পুরস্কার উৎসর্গ করব। বরুণ চক্রবর্তী জানিয়েছেন যে তিনি এখনও তাঁর নবজাতককে দেখেননি। আইপিএলের পরই তাঁর সঙ্গে দেখা হবে।কলকাতানাইট রাইডার্সের হয়ে লেগ-স্পিনার বরুণ চক্রবর্তী (৩/২৭) এবং সুয়াশ শর্মা (২/৩০) একসঙ্গে পাঁচ উইকেট নেন।
আন্দ্রে রাসেলও ২৯ রান খরচ করে ২ উইকেট নেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এর আগে জেসন রয় ২৯ বলে ৫৬ রান করেন। তিনি নিজের ইনিংসে পাঁচটি ছক্কা ও চারটি চার মারেন এবং অধিনায়ক নীতীশ রানার ব্যাট থেকে আসে ২১ বলে ৪৮ রান। আগামী ম্যাচেও বল হাতে পারফর্ম করা তার একমাত্র লক্ষ্য হবে জানিয়েছেন বরুণ।