ভারতীয় দলের একাধিক ক্রিকেটার জানিয়েছেন, জৈব সুরক্ষা বলয় থাকাটা আসলে বড় চ্যালেঞ্জ। এক জায়গায় বন্দি থাকলে মনের উপর প্রভাব পড়ে। তবে আহমেদাবাদের যে হোটেলে ভারতীয় দলের রয়েছে, সেখানকার কর্তৃপক্ষ ঘরোয়া পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছে। ক্রিকেটার ও তাঁদের পরিবারের লোকজন যাতে বাড়িতে থাকার মতোই আরামদায়ক পরিবেশ পান তার সবরকম চেষ্টা করেছে হোটেল কর্তৃপক্ষ। আর তাই ভারতীয় দলের ক্রিকেটারের ঘরের বাইরে আলাদা করে নেমপ্লেট লাগানো হয়েছে। ঠিক যেমনটা বাড়ির গেটের বাইরে থাকে।
advertisement
বিরাট কোহলি অনুষ্কা শর্মার ঘরের বাইরের ঝোলানো হয়েছে নেমপ্লেট। আর সেখানে তিনজনের মধ্যে সবার উপরে জায়গা পেয়েছে বিরুস্কার ছোট্ট মেয়ে ভামিকা। অর্থাৎ অনুষ্কা-বিরাট ও ভামিকা, তিনজনেরই নাম রয়েছে ঘরের বাইরে। মাত্র দুমাস বয়স কোহলি ও অনুষ্কার মেয়ের। কিন্তু এখন থেকেই সে যেন সেলেব হয়ে উঠেছে।
