ভারতের ব্যাটিং লাইনআপ ছিল দারুণ ব্যালান্সড। বৈভব সূর্যবংশী তার প্রথম ইংল্যান্ড সফরে ছোট ইনিংস খেললেও (১৩ বলে ১৭ রান), তার আগ্রাসী মনোভাব নজর কেড়ে নিয়েছে। কিন্তু আসল চমক ছিল হরবংশ পাঙ্গালিয়ার ব্যাট থেকে। তিনি নবম ব্যাটার হিসেবে নেমে মাত্র ৫২ বলে ১০৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যাতে ছিল ৯টি ছক্কা ও ৮টি চার। এ ছাড়া কানিষ্ক চৌহান ৭৯, রাহুল কুমার ৭৩ ও আরএস অমব্রিশ ৭২ রানের অবদান রাখেন। ৯ নম্বরে মনেমে হরবংশ পাঙ্গালিয়ার ইনিংসও জায়গা করে নেয় রেকর্ড বুকে।
advertisement
ব্যাটিংয়ের পর বল হাতেও ভারত ছিল সমান দাপুটে। নয়জন বোলারকে আক্রমণে ব্যবহার করেন আয়ূষ মাত্রে। যা একটি নজির। ইংল্যান্ড লায়ন্সকে ২১১ রানে অলআউট করে দেয় ভারতীয় দল। রান তাড়ায করতে নেমে ইংল্যান্ড কখনওই ম্যাচে সেভাবে লড়াই দিতে পারেনি। একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে পড়ে যায়। এই জয় ভারতীয় দলের আত্মবিশ্বাসকে তুঙ্গে পৌঁছে দিয়েছে।
এই জয়ের মধ্য দিয়ে ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ ও দুটি চারদিনের ম্যাচের আগে প্রস্তুতি সম্পন্ন করল ভারত। সিরিজের প্রথম ওয়ানডে ২৭ জুন হোবে হোভে। সূর্যবংশী, পাঙ্গালিয়া ও অধিনায়ক মাত্রের নেতৃত্বে এই দলটি ভারতের ভবিষ্যৎ তারকার খোঁজে অন্যতম প্ল্যাটফর্ম হয়ে উঠতে চলেছে।