ভিডিওতে দেখা গিয়েছে, মেঘালয়ের উইকেটকিপার ও কয়েকজন বোলারের সঙ্গে বৈভবের তীব্র বাকবিতণ্ডা হয়। আম্পায়াররা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সতীর্থ ব্যাটারের বোঝানোর পর বৈভব ক্রিজে ফিরে আসেন। এই ঘটনার পর অনেকে তাঁর আক্রমণাত্মক মনোভাবকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করছেন। কোহলির মতোই বৈভবও প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে ভয় পান না, যা অনেকের মতে আধুনিক ভারতীয় ক্রিকেটের মানসিক শক্তির প্রতিফলন।
advertisement
তবে বিতর্কের পাশাপাশি বৈভব সুর্যবংশী ব্যাট হাতে দারুণ ইনিংস খেলেছেন। মেঘালয়ের বিপক্ষে তিনি ৯৩ রানের অসাধারণ ইনিংস উপহার দেন, যা তাঁর প্রথম ফার্স্ট ক্লাস সেঞ্চুরি হতে পারত। তাঁর ইনিংসে ছিল নয়টি চার ও চারটি ছয়। মাত্র ৩৩ বলে অর্ধশতরান পূর্ণ করে তিনি বিহারের ইনিংসকে গতি দেন। অল্পের জন্য শতরান হাতছাড়া হয়।
আরও পড়ুনঃ KKR News: একসঙ্গে বাদ ১০ জন! নিলামের আগে বড় চমক দেবে কেকেআর! তালিকায় একের পর এক তারকা!
প্রথম দুই দিন বৃষ্টিতে ভেসে গেলেও মেঘালয় ৪০৮/৭ রানে ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে। জবাবে বিহার ১৫৬/৪-এ ইনিংস শেষ করে, এবং ম্যাচটি ড্র হয়। যদিও সেঞ্চুরি মিস করেছেন বৈভব, তবু তাঁর ইনিংস ও আক্রমণাত্মক মনোভাব ক্রিকেটপ্রেমীদের মনে দাগ কেটেছে। তরুণ এই ব্যাটার ভবিষ্যতে ভারতের ক্রিকেটে বড় ভূমিকা রাখবেন বলে অনেকে আশা করছেন।
