তবে সেই আগ্রাসনই শেষ পর্যন্ত তার বিদায় ডেকে আনে। পাকিস্তানি পেসার আলি রাজার শর্ট বল খেলতে গিয়ে কিপারের হাতে ক্যাচ তুলে দেন সূর্যবংশী। তার আউটের পর ভারতের স্কোর দাঁড়ায় ৪৯/৩, যা বড় লক্ষ্য তাড়ায় দলকে আরও চাপে ফেলে। আউট হওয়ার পর আলি রাজার উত্তেজনাপূর্ণ সেন্ড-অফে ক্ষুব্ধ হয়ে সূর্যবংশী পাল্টা প্রতিক্রিয়া জানান এবং দু’পক্ষের খেলোয়াড়দের মধ্যে কিছুক্ষণ কথা কাটাকাটিও দেখা যায়।
advertisement
এর আগে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন পাকিস্তানের সামির মিনহাস। টুর্নামেন্টে নিজের দ্বিতীয় শতরান তুলে নিয়ে তিনি ভারতীয় বোলারদের ওপর সম্পূর্ণ আধিপত্য বিস্তার করেন। ১১৩ বলে ১৭২ রানের বিধ্বংসী ইনিংসে ছিল ১৭টি চার ও ৯টি ছক্কা। বিশেষ করে কিশান সিং ও দীপেশ দেবেন্দ্রনের বিরুদ্ধে ছিলেন ভয়ঙ্কর।
আরও পড়ুনঃ আর কতদিন ওডিআই খেলবেন রোহিত? বিশ্বকাপের আগেই অবসর! বড় আপডেট দিলেন শর্মাজি
মিনহাসের এই ইনিংসের ভর করে পাকিস্তান ৮ উইকেটে তোলে ৩৪৭ রান। উল্লেখযোগ্যভাবে, গ্রুপ পর্বে ভারতের কাছে বড় ব্যবধানে হারা পাকিস্তান ফাইনালে এসে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। আগের ম্যাচগুলোতেও ধারাবাহিক পারফরম্যান্স করা মিনহাস আবারও প্রমাণ করেন কেন তিনি এই টুর্নামেন্টের অন্যতম সেরা ব্যাটার। ১৫৬ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ১৯১ রানের বড় ব্যবধানে ফাইনাল জেতে পাকিস্তান।
