TRENDING:

ম্যান ইউ-তে ফ্যান গলকে আর চান না বোল্টও !

Last Updated:

নিজের প্রিয় ক্লাবের কোচ বদল এবার চান বিশ্বের দ্রুততম স্প্রিন্টার উসেইন বোল্টও ৷ তাঁর মতে, এবার ফ্যান গলকে সরানোর সময় এসেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ৷ দলের স্বার্থেই এবার দরকার য়ুরগেন ক্লপের মতো কোনও কোচকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জামাইকা:   নিজের প্রিয় ক্লাবের কোচ বদল এবার চান বিশ্বের দ্রুততম স্প্রিন্টার উসেইন বোল্টও ৷ তাঁর মতে, এবার ফ্যান গলকে সরানোর সময় এসেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ৷ দলের স্বার্থেই এবার দরকার য়ুরগেন ক্লপের মতো কোনও কোচকে ৷ বোল্ট বলেন, ‘‘ ফ্যান গল যে স্টাইলের ফুটবল পছন্দ করেন, ম্যান ইউ সেভাবে খেলে না ৷ যখন স্যর অ্যালেক্স ফার্গুসন ছিলেন, তখন ম্যান ইউ আরও বেশি আক্রমণাত্মক ফুটবল খেলত ৷ তাই ম্যাঞ্চেস্টারের এখন দরকার য়ুরগেন ক্লপের মতো কোনও আক্রমণাত্মক কোচ ৷ ’’
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
ম্যান ইউ-তে ফ্যান গলকে আর চান না বোল্টও !