TRENDING:

অলিম্পিক সোনা খোয়ালেন বোল্ট ! সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন জানাতে পারে জামাইকা

Last Updated:

আইওসি জানিয়ে দিল, বেজিংয়ে বোল্টের টিমমেট নেস্টা কার্টার ডোপ করায় সোনা কেড়ে নেওয়া হল বোল্টের কাছ থেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কিংস্টন: তিনিই বিশ্বের দ্রুততম মানুষ ৷ যখনই তিনি ট্র্যাকে নামেন তখন রেকর্ড যেন ধরাবাধাই থাকে ৷ অলিম্পিকের আসরে এখনও তাঁকে টপকে যাওয়ার মতো অ্যাথলিট পাওয়া যায়নি গোটা বিশ্বে ৷ সেই বিশ্বের দ্রুততম মানুষ উসেইন বোল্টের কাছ থেকেই অলিম্পিক সোনা এবার কেড়ে নেওয়া হল ৷ না, তিনি কোনও অন্যায় করেননি ৷ ডোপ কেলেঙ্কারিতেও জড়াননি ৷ টিমমেটের কুকীর্তির জন্যই সোনা খোয়ালেন বোল্ট ৷
advertisement

গত তিনটি অলিম্পিকেই দারুণ পারফরম্যান্স করে আসছেন বোল্ট ৷  রিও অলিম্পিক্সের শেষে বোল্টের সোনাজয়ের সংখ্যা দাঁড়ায় ৯টি। কিন্তু এবার একটা সংখ্যা কমল তাঁর ৷ ২০০৮ এর বেজিং অলিম্পিক্সের রিলে দলে ছিলেন নেস্টা কার্টার। সেবার রিলেতে সোনা জিতেছিল জামাইকা। এদিন শৃঙ্খলারক্ষা কমিটি জানিয়ে দেয়, কার্টারের নমুনা পজিটিভ হওয়ায় জামাইকার সোনা কেড়ে নেওয়া হল। অর্থাৎ সেক্ষেত্রে বোল্টের জেতা সোনার সংখ্যাও কমে গেল। তবে এই ডোপ পরীক্ষার রিপোর্টের পর জামাইকার সোনার পদক কেড়ে নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে এবার আবেদন জানাতে পারে জামাইকার অলিম্পিক অ্যাসোসিয়েষন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সরকারি স্কুল শিক্ষিকা,যেন 'লেডি সলমন'!শরীরচর্চায় বানিয়েছেন 'মাসল'!বাঁকুড়ার আইকন মুন্না
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
অলিম্পিক সোনা খোয়ালেন বোল্ট ! সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন জানাতে পারে জামাইকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল