শোনা যাচ্ছে ইতিমধ্যেই ভিনেশ ফোগট স্পোর্টস আর্বিট্রেশন কোর্টে রৌপ্য পদকের জন্য আপিল করতে চলেছে৷
আরও পড়ুন:‘মা, কুস্তি জিতে গেল, আমি হেরে গেলাম’ – অবসর নিয়ে নিলেন ভিনেশ ফোগট, আর যা লিখলেন
এবার তাঁকে রুপো দেওয়ার দাবি করলেন রেসলিং জগতের কিংবদন্তি ইউএসএর জর্ডান বুরোস৷ শুধু তাই নয়, তিনি কুস্তির নিয়ম বদলে ফেলাররও দাবি জানিয়েছে৷
advertisement
প্রসঙ্গত, জর্ডান বুরোস লন্ডন ২০১২ স্বর্ণপদক-সহ ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্বর্ণ পদক জয়ী৷ তাঁকে সর্বকালের শ্রেষ্ঠ ফ্রিস্টাইল কুস্তিগীরদের মধ্যে অন্যতম মনে করা হয়৷
আরও পড়ুন:‘তুমি দেশের গর্ব, শক্তিশালী হয়ে ফিরে এসো!’ ফোগটের স্বপ্নভঙ্গ হতেই লিখলেন মোদি
বিশ্বের অনেক কুস্তিগীর ফোগাটের এই ভাবে অলিম্পিক্সের মতো আসর থেকে ছিটকে যাওয়ার বিরুদ্ধে মুখ খুলেছেন৷
এবার তিনিও তাঁর সোশ্যাল মিডিয়ায় ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগাটের ছিটকে যাওয়া নিয়ে মুখ খুললেন৷ তিনি লিখেছেন, ‘‘ভিনেশকে রুপো দেওয়া হোক’’৷
এছাড়াও তিনি সেখানে UWW তৈরি করা বেশ কিছু নিয়মের পরিবর্তন চেয়েছেন৷ প্রথমেই তিনি বলেছেন, সমস্ত ক্যাটাগরিতেই অন্তত ১ কেজি ওজন অবধি ছাড় দেওয়া উচিত৷
দ্বিতীয়ত, তাঁর দাবি, ওজন গ্রহণের সময় সাড়ে আটটার পরিবর্তে সাড়ে দশটা করা উচিত৷ এর ফলে খেলোয়াড় ও কোচ কিছুটা হাতে সময় পাবে৷ তৃতীয়ত, তিনি বলেছেন, কেউ ফাইনালে ওজন মানদণ্ড পার করতে ব্যর্থ হলে কেবল তাঁকে সেই ম্যাচ থেকেই বাতিল করা হোক৷
তাঁর শেষ দাবিতেই তিনি ফোগটকে রুপোর দাবিদার বলেছেন, তাঁর বক্তব্য যাঁরা খেলার অন্তিম পর্বে উঠবে তাঁদের জন্য পদক নিশ্চিত করা দরকার৷
এই বিষয়ে মুখ খুলেছেন ভারতের ব্রোঞ্জ জয়ী সাক্ষী মালিকও৷ কোনও রকম সমস্যা ছাড়াই প্রতিপক্ষকে হারিয়ে ভিনেশ ফোগট ফাইনালে উঠেছে৷ তাই সাক্ষীর দাবি তাঁকে অন্তত তাঁর অর্জিত রুপো দেওয়া হোক৷