সেই রাসেলকে এবার দুষ্টু ইঙ্গিত দিলেন এক রহস্যময়ী মহিলা। সেই মহিলার একটি পোস্ট ভাইরাল হয়েছে। তাতে রাসেলকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তুমি আর পারছো না। ২ বছর আগে তোমার যা শক্তি ছিল তা এখন কোথায়! তিনি রাসেলের সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন।
আরও পড়ুন- কেকেআরের প্রথম একাদশে 'মহাচমক'! আরসিবির বিরুদ্ধে সেরা অস্ত্র নামাচ্ছে নাইটরা
advertisement
১লা এপ্রিল একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে রাসেলের সঙ্গে ছবি শেয়ার করেন সেই মহিলা। তিনি লেখেন, 'রাসেল, তোমার এত শক্তির কী হল? সেই আগের মতো শক্তি আর নেই। ৬৫ মিটারের বাউন্ডারি পার করতে পারছো না । এটা নিয়ে হোয়্যাটসঅ্যাপে কথা বলব। তুমি বলেছিলে, আমায় কোলে তুলে টানা এক ঘণ্টা ...................। এভাবে কোলে তুলবে?'
উল্লেখ্য, ১লা এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েছিলেন রাসেল। তার পরই ওই মহিলার এরকম মেসেজ! অনেকেই প্রশ্ন তুলেছেন, রাসেলের সঙ্গে কি ওই মহিলার কোনও সম্পর্ক ছিল! নাকি ওই মহিলা নেহাতই ফুটেজ খেতে চাইছেন!
যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই পোস্ট করা হয়েছে, সেখামে লেখা তথ্য অনুযায়ী, ওই মহিলা লখনউয়ের বাসিন্দা। তবে এখন থাকেন বেঙ্গালুরুতে। তিনি একটি নার্সিং কলেজে পড়াশোনা করেছেন। ফেসবুকের বায়োতে বিরাট কোহলি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের ভক্ত বলে নিজেকে দাবি করেছেন তিনি।
আরও পড়ুন- ইডেনে জয়ে ফিরবে কেকেআর? না ফের বিরাট-ডুপ্লেসির তাণ্ডব! কী বলছে ম্যাচ প্রেডিকশন
তবে ওই মহিলা এদিন যে ছবি পোস্ট করেছেন সেটি তিনি ২০২২ সালের ৭ মে-তেও পোস্ট করেছিলেন। সেই সময় তিনি আবার রাসেলের থেকে উপহারও চেয়েছিলেন।