গতির বিস্ফোরণে কে কাকে টেক্কা দেন, তা দেখার অপেক্ষায় সমর্থকরা। চলতি আইপিএলে আবির্ভাবেই নজর কেড়েছে গুজরাত টাইটান্স। সাতটি ম্যাচের ছ’টিতে জিতে পয়েন্ট তালিকায় তারা দ্বিতীয় স্থানে। গুজরাতের বোলিংয়ে পেস ও স্পিনের সুন্দর ভারসাম্য রয়েছে। অভিজ্ঞ মহম্মদ সামি, লকি ফার্গুসন, আলজারি জোসেফের পাশাপাশি নজর কাড়ছেন তরুণ পেসার যশ দয়াল।
advertisement
স্পিনের ভেল্কিতে নিয়মিত উইকেট পাচ্ছেন রশিদ খানও। ব্যাটিংয়ে বড় ভরসা শুভমান গিল। তবে চলতি মরশুমে গুজরাতের সাফল্যের নেপথ্য নায়ক অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেটবিশ্ব। পাশাপাশি ডেভিড মিলারের মতো বিধ্বংসী ব্যাটসম্যান গুজরাত দলের অন্যতম সম্পদ।
অন্যদিকে, শুরুটা ভালো না হলেও ঘুরে দাঁড়িয়েছে সানরাইরাজার্স হায়দরাবাদ। পর পর পাঁচটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন উইলিয়ামসনরা। হায়দরাবাদের মূল শক্তি পেস বোলিং। গতি দিয়ে বিপক্ষের ব্যাটিংয়ে ধস নামাতে চাইবেন উমরান মালিক, মার্কো জানসেন এবং টি নটরাজন। তাঁদের সঙ্গে রয়েছেন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমারও।