TRENDING:

Umran Malik: বিশ্বকাপে উমরান মালিককে ভারতের জার্সিতে রাখা উচিত! তরুণ পেসারের পক্ষে বাজি প্রাক্তন তারকার

Last Updated:

সঞ্জয় মঞ্জরেকর জানিয়েছেন একদিনের বিশ্বকাপে ভারতের মাটিতে উমরান মালিককে অবশ্যই দলে রাখা উচিত। উমরান গতিময় পেসার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: উমরান মালিক। উল্কার গতিতে উত্থান। তারপর হঠাৎ কেমন যেন থমকে গেলেন। এটা ভারতীয় ক্রিকেটের জন্য মোটেও ভাল বিজ্ঞাপন নয়। এমনটাই মনে করেন সঞ্জয় মঞ্জরেকর। ভারতের প্রাক্তন টেস্ট ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর জানিয়েছেন একদিনের বিশ্বকাপে ভারতের মাটিতে উমরান মালিককে অবশ্যই দলে রাখা উচিত। উমরান গতিময় পেসার। বয়স কম। আগ্রাসী মনোভাব। অভিজ্ঞতা কম হলেও বিশ্বকাপের সুযোগ পেলে সে নিজেকে উজাড় করে দেবে।
উমরানকে বিশ্বকাপে চান তারকা ক্রিকেটার
উমরানকে বিশ্বকাপে চান তারকা ক্রিকেটার
advertisement

সঞ্জয় মনে করেন ভারতের উচিত ছিল ক্যারিবিয়ান সফরে উমরানকে নিয়ে যাওয়া। একটা টেস্ট অন্তত তাকে সুযোগ দেওয়া উচিত ছিল। একজন ফাস্ট বোলার খুব বেশি সময় খেলতে পারেনা। তাই তার বয়স থাকতে থাকতে এবং পেস থাকতে থাকতে তাকে ব্যবহার করা উচিত। সঞ্জয় বলেছেন আগে পাকিস্তান কোনও তরুণ ফাস্ট বোলারকে টেস্ট ক্রিকেটে খেলিয়ে দিত। এর ফলে তারা অনেক উপকৃত হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ভারতেরও উচিত ছিল উমরানকে টেস্ট ক্রিকেটে নামিয়ে দেওয়া। উমরানকে এখন থেকেই বলে রাখা উচিত তৈরি থাকতে। কাশ্মীরি পেসারকে অবশ্যই ব্যবহার করা উচিত একদিনের বিশ্বকাপে। উমরান বিশ্বকাপে ভারতের সারপ্রাইজ প্যাকেজ হতে পারে এমনটাই মনে করেন সঞ্জয়। তবে ভারতের কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা কি ভাবছেন তার ওপরেই বিশ্বকাপে নির্ভর করছে উমরানের ভাগ্য।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Umran Malik: বিশ্বকাপে উমরান মালিককে ভারতের জার্সিতে রাখা উচিত! তরুণ পেসারের পক্ষে বাজি প্রাক্তন তারকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল