TRENDING:

'উমরান দারুণ, কিন্তু আমার রেকর্ড ভাঙতে পারবে না'! চ্যালেঞ্জ শোয়েব আখতারের

Last Updated:

Umran Malik should not break his bones in process to break my speed record says Shoaib Akhtar. 'উমরান দারুণ, কিন্তু আমার রেকর্ড ভাঙতে পারবে না ', চ্যালেঞ্জ শোয়েব আখতারের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#করাচি: নিজের ক্রিকেট জীবনে বিশ্বের সেরা ব্যাটম্যানদের কাছে জীবন্ত ত্রাস ছিলেন তিনি। শোয়েব আখতারকে খেলতে গিয়ে নিশ্চিন্তে থাকতেন এমন ব্যাটসম্যান খুঁজে পাওয়া যাবে না। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নিজের সেরা সময় বহু নামি ব্যাটসম্যানকে আঘাত দিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ২০০৩ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে সবচেয়ে গতিসম্পন্ন ১৬১ কিলোমিটার বেগে বল করেছিলেন তিনি।
উমরানকে খোঁচা বুড়ো আখতারের
উমরানকে খোঁচা বুড়ো আখতারের
advertisement

ক্রিকেটে আজ পর্যন্ত সেটাই সবচেয়ে গতিশীল বল হিসেবে ধরা হয়। ভারতের তরুণ ফাস্ট বোলার উমরান মালিক সম্প্রতি দেশের জার্সিতে সিনিয়র দলে কয়েকটা ম্যাচ খেলেছেন। শ্রীলংকার বিরুদ্ধে মুম্বইতে দুটি এবং পুনেতে তিনটি উইকেট নিয়েছেন। যেভাবে বোল্ড করেছেন হাসারাঙ্গাকে, তাতে স্পষ্ট ১৪৮ কিলোমিটার গতির বল চোখে দেখতে পাননি লঙ্কার ব্যাটসম্যান।

তবে শানাকার বিরুদ্ধে করা ১৫৫ কিলোমিটার গতির বলটাই তার দ্রুততম। এর আগে আইপিএলে দিল্লির বিরুদ্ধে ১৫৩ কিলোমিটার গতিতে বল করেছিলেন তিনি। শোয়েব আখতারকে সম্প্রতি প্রশ্ন করা হয় তরুণ ভারতীয় ফাস্ট বোলারকে নিয়ে। শোয়েব জানিয়েছেন তার দারুন লেগেছে উমরানকে। বিশেষ করে তার রান আপ, বিল্ড আপ, ছন্দ দেখার মত। কাঁধেও জোর আছে।

advertisement

তিনি আশাবাদী এই ছেলে ভবিষ্যতে উন্নতি করবে আরও। তবে শোয়েব জানিয়েছেন উমরান তার রেকর্ড ভাঙলে তিনি খুশি হবেন। কিন্তু সেটা করতে গিয়ে নিজের শরীরের হাড় না ভেঙে ফেলেন। ফিট থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। উমরান স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে তিনি ভারতের জার্সিতে যত সম্ভব বেশি খেলতে চান। ধারাবাহিক উইকেট নিতে চান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর মণ্ডপে মহামায়ার লীলা! আধ্যাত্মিক থিমে নজর কাড়ছে রেল শহরের পুজো
আরও দেখুন

সঠিক জায়গায় বল ফেলতে চান। শোয়েব আখতার নিয়ে ভাবা তার কাজ নয়। বল করার সময় তার মাথায় থাকে না কতটা গতি তুলতে পারলেন। একটাই লক্ষ্য থাকে বিপক্ষ ব্যাটসম্যানদের উইকেট তুলে নেওয়া। ছোটবেলা থেকে গতিতেই বল করতে ভালোবাসেন। আগামীদিনে ও সেটাই করতে চান। তাতে শোয়েবের রেকর্ড ভাঙলে ভাঙবে, না হলেও তার কিছু আসে যায় না।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
'উমরান দারুণ, কিন্তু আমার রেকর্ড ভাঙতে পারবে না'! চ্যালেঞ্জ শোয়েব আখতারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল