ক্রিকেটে আজ পর্যন্ত সেটাই সবচেয়ে গতিশীল বল হিসেবে ধরা হয়। ভারতের তরুণ ফাস্ট বোলার উমরান মালিক সম্প্রতি দেশের জার্সিতে সিনিয়র দলে কয়েকটা ম্যাচ খেলেছেন। শ্রীলংকার বিরুদ্ধে মুম্বইতে দুটি এবং পুনেতে তিনটি উইকেট নিয়েছেন। যেভাবে বোল্ড করেছেন হাসারাঙ্গাকে, তাতে স্পষ্ট ১৪৮ কিলোমিটার গতির বল চোখে দেখতে পাননি লঙ্কার ব্যাটসম্যান।
তবে শানাকার বিরুদ্ধে করা ১৫৫ কিলোমিটার গতির বলটাই তার দ্রুততম। এর আগে আইপিএলে দিল্লির বিরুদ্ধে ১৫৩ কিলোমিটার গতিতে বল করেছিলেন তিনি। শোয়েব আখতারকে সম্প্রতি প্রশ্ন করা হয় তরুণ ভারতীয় ফাস্ট বোলারকে নিয়ে। শোয়েব জানিয়েছেন তার দারুন লেগেছে উমরানকে। বিশেষ করে তার রান আপ, বিল্ড আপ, ছন্দ দেখার মত। কাঁধেও জোর আছে।
advertisement
তিনি আশাবাদী এই ছেলে ভবিষ্যতে উন্নতি করবে আরও। তবে শোয়েব জানিয়েছেন উমরান তার রেকর্ড ভাঙলে তিনি খুশি হবেন। কিন্তু সেটা করতে গিয়ে নিজের শরীরের হাড় না ভেঙে ফেলেন। ফিট থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। উমরান স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে তিনি ভারতের জার্সিতে যত সম্ভব বেশি খেলতে চান। ধারাবাহিক উইকেট নিতে চান।
সঠিক জায়গায় বল ফেলতে চান। শোয়েব আখতার নিয়ে ভাবা তার কাজ নয়। বল করার সময় তার মাথায় থাকে না কতটা গতি তুলতে পারলেন। একটাই লক্ষ্য থাকে বিপক্ষ ব্যাটসম্যানদের উইকেট তুলে নেওয়া। ছোটবেলা থেকে গতিতেই বল করতে ভালোবাসেন। আগামীদিনে ও সেটাই করতে চান। তাতে শোয়েবের রেকর্ড ভাঙলে ভাঙবে, না হলেও তার কিছু আসে যায় না।