কাশ্মীরের তরুণ পেসার ভারতীয় দলের সঙ্গে অল্প অল্প করে মানিয়ে নিচ্ছেন। তাকে ঘুরিয়ে ফিরিয়ে এখন ব্যবহার করা হচ্ছে। তবে বয়স এখন তার সঙ্গে আছে। গতি আছে। দু'বছর পর হয়তো এই গতি কমে যাবে। তাই টিম ম্যানেজমেন্ট যেন তাকে বিশ্বকাপে ব্যবহার করে আর্জি সানি এবং রবির। উমরান হয়তো নিজের বল কন্ট্রোল করার ক্ষেত্রে এখনও সম্পূর্ণ দক্ষ হয়ে ওঠেনি।
advertisement
আরও পড়ুন - কিউয়িদের নিয়ে ছেলেখেলা করে সিরিজ জয় ভারতের, ব্যাট হাতে ছন্দে ফিরলেন রোহিত
কিন্তু সেটা বসিয়ে রেখে হবে না। যত খেলবে তত শিখবে। রবি শাস্ত্রী জানিয়েছেন শামি এবং সিরাজের থেকে পরামর্শ নিতে পারবে উমরান। সিনিয়ার পেসারদের থেকে নিজের ভুলত্রুটি ঠিক করে নেওয়ার সুযোগ থাকবে তার। আর এই বিশ্বকাপে ভারতের লুকনো তাস হয়ে উঠতে পারেন উমরান।
কারণ শ্রীলংকা এবং নিউজিল্যান্ড ছাড়া খুব বেশি দলের বিরুদ্ধে তাকে ব্যবহার করা হয়নি। ভারতের বোলিং কোচ পরশ মামরে জানিয়েছেন উমরানকে বুদ্ধি করে খরচ করতে চায় বিসিসিআই। কারণ বেশি ম্যাচ খেলিয়ে দিলে উমরানকে ধরে ফেলতে সুবিধা হবে বিপক্ষ দলগুলোর, তেমনই তার নিজেরও প্রমাণ করার খিদে কমে যেতে পারে।
আর উমরান স্বাভাবিকভাবে আক্রমণাত্মক বোলার। তার মানসিকতার প্রয়োজন হবে বিশ্বকাপে। তাই তাকে কিভাবে ব্যবহার করা হবে সেটা ভাবতে হবে অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়কে।