ভারতীয় দলে উমরানের সুযোগ পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই জম্মুর গুজ্জর নগরে এই পেসারের বাড়িতে শুরু হয়ে গিয়েছে উৎসব। বিরিয়ানি, নিহারি, নান খাইয়ে ছেলের ভারতীয় দলে সুযোগ পাওয়ার সংবাদ দিচ্ছেন বাবা রশিদ। বাবা রশিদ বলছিলেন, রসুলের পরে আমার ছেলে ভারতীয় দলের হয়ে খেলবে ভাবতেও পারিনি।
advertisement
ওর মা আর আমি এই খুশিতে পাড়ার প্রত্যেককে বিরিয়ানি আর নিহারি খাওয়াচ্ছি। এতটা খুশি কখনও হইনি। যোগ করেন, ছোটবেলায় উমরানকে অনেক বারণ করেছি ক্রিকেট খেলতে। আমাকে লুকিয়ে ও মাঠে চলে যেত। যদি জানতাম একদিন ভারতীয় দলের হয়ে খেলবে, তা হলে কখনওই নিষেধ করতাম না। এখানেই না থেমে উমরানের বাবা বলতে থাকেন, আইপিএলের পরবর্তী পর্বে ওরা যেতে না পারায় খুব খারাপ লাগছে।
তবে ভারতীয় দলে সুযোগ পাওয়ার খবর আমাকে প্রচণ্ড আনন্দ দিয়েছে। এই অনুভূতি ভাষায় কী ভাবে প্রকাশ করি? ছোটবেলা থেকে যে পরিশ্রম করতে দেখেছি, তার ফল পেল ও। উমরানের সুযোগ পাওয়ার খবরকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটারেরাও। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ফাস্ট বোলার ইয়ান বিশপ টুইট করেছেন, উমরান মালিককে অভিনন্দন।
ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান টুইট করেছেন, অল্প বয়সি ছেলেটার কাছে এটা একটা দারুণ সুযোগ। অনেক শুভেচ্ছা রইল উমরান। তরুণ এই পেসারকে জম্মু ও কাশ্মীর দলের শিবিরে ডেকেছিলেন ইরফানই।
রশিদ বলছিলেন শেষ কয়েকবার যখনই উমরানের সঙ্গে কথা হয়েছে, বলেছি ভারতের জার্সিতে মাঠে নিজের সেরাটা উজাড় করে দিও। কথা দিয়েছে দেশের জন্য মাঠে জীবন দিতে প্রস্তুত থাকবে উমরান।