TRENDING:

টিম ইন্ডিয়ায় কোটি কোটি কামাচ্ছে ছেলে! ফলের ব্যবসা ছাড়তে রাজি নন উমরানের বাবা

Last Updated:

Umran Malik father Abdul Rashid proud of his son but will not give up fruit selling. টিম ইন্ডিয়ায় কোটি কোটি কামাচ্ছে ছেলে! ফলের ব্যবসা ছাড়তে রাজি নন এই তারকার বাবা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জম্মু: ভারতীয় ক্রিকেট দলে এই মুহূর্তে তার নাম নিয়ে আলোচনা হয় না এমন দিন নেই। আসলে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তিনি সবচেয়ে দ্রুততম বোলার। উমরান মালিক ভারতের জার্সিতে এই মুহূর্তে হয়তো সব ম্যাচ খেলতে পারছেন না। কিন্তু তিনি যে বছরের শেষ দিকে ভারতের বিশ্বকাপ দলে জায়গা পেতে পারেন তাতে সন্দেহ নেই। উমরানের বাবা আব্দুল রশিদ সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন ছেলে বাড়ি এলে তার মা প্রিয় মাংস এবং ক্ষীর বানিয়ে খাওয়ান।
ফল বিক্রি ছাড়বেন না উমরানের বাবা
ফল বিক্রি ছাড়বেন না উমরানের বাবা
advertisement

ছেলের আর্থিক এবং সামাজিক উন্নতি হলেও রশিদ নিজের ফলের ব্যবসা ছাড়বেন না বলে জানিয়ে দিয়েছেন। তিনি মনে করেন এই ফলের ব্যবসা থেকেই তিনি দাঁড়িয়েছেন, সংসার চালিয়েছেন। তাছাড়া এই ব্যবসা তাদের পারিবারিক। তার ভাইরা যুক্ত। আর ছেলে ভারতের জার্সিতে নাম করেছে বলে গর্বিত হলেও নিজের ব্যবসা তার বড় আপন।

আগে উমরান হেঁটে যেতেন, সাইকেল ছিল। এখন দুটি গাড়ির মালিক। তবুও মাটির কাছাকাছি থাকতে চান আব্দুল রশিদ। গরিব পরিবার থেকে উঠে আসার গল্প অনেকেই বলেন। কিন্তু পরে গা ভাসিয়ে দেন জীবনের আতিশয্যে। উমরানের বাবা অবশ্য তার ছেলেকে উপদেশ দিয়েছেন যত টাকার মালিক হোন, যেন নিজের বেড়ে ওঠার স্থান এবং জায়গা ভুলে না যান।

advertisement

যে পথে চলে সাফল্য এসেছে সেই পথ দিয়েই যেন আগামী দিনে হাঁটেন। এদিকে উমরান নিজে জানিয়েছেন ভারতীয় দলের সিনিয়র ফাস্ট বোলার মহম্মদ শামির উপদেশ পেয়েছেন তিনি। শামি তাকে জানিয়েছেন গতির পাশাপাশি যদি নিজের লাইন এবং লেন্থ নিয়ে সঠিক থাকতে পারেন, তাহলে ভবিষ্যতে তিনি ক্রিকেট বিশ্বে রাজত্ব করবেন।

তবে বাবা হিসেবে আব্দুল রশিদ চান ছেলে উমরান নিজেকে ফিট রাখুক এবং দীর্ঘদিন ভারতের জার্সিতে খেলুক। তিনি নিজেকে উমরান মালিকের বাবা বলে গর্বিত বোধ করেন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
টিম ইন্ডিয়ায় কোটি কোটি কামাচ্ছে ছেলে! ফলের ব্যবসা ছাড়তে রাজি নন উমরানের বাবা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল