TRENDING:

Yaroslava Mahuchikh : উদ্বাস্তুর বিশ্ব জয় ! রাশিয়ার আক্রমণে ইউক্রেন ছেড়ে পালানো মেয়ে ইতিহাস গড়লেন

Last Updated:

Ukraine Yaroslava Mahuchikh wins silver medal in high jump at world championships. উদ্বাস্তুর বিশ্ব জয় ! রাশিয়ার আক্রমণে ইউক্রেন ছেড়ে পালানো মেয়ে ইতিহাস গড়লেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অরিগন: রাশিয়ার বোমাবর্ষণের হাত থেকে বাঁচতে চার মাস আগে পালাতে হয়েছিল নিজের ডিনিপ্রো শহরের বাড়ি ছেড়ে। টানা তিন দিন গাড়িতে চেপে খুঁজে বেড়াতে হয়েছিল নিরাপদ আশ্রয়। কে ভেবেছিল, কয়েক মাস পর ইউক্রেনের সেই মহিলা হাইজাম্পারের গলায় শোভা পাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদক! সত্যিই অসাধ্য সাধন করেছেন ইয়ারোস্লাভা মাহুচিখ।
রুশ হামলা থেকে প্রাণ বাঁচানো মেয়ে এখন বিশ্বসেরা
রুশ হামলা থেকে প্রাণ বাঁচানো মেয়ে এখন বিশ্বসেরা
advertisement

মঙ্গলবার রাতে রুপো জিতেছেন তিনি। যদিও তা হয়ে উঠছে সোনার চেয়েও দামি। পদক জিতেই আদর্শ দেশপ্রেমীর মতো সংগ্রামের বার্তা দিয়েছেন মাহুচিখ। স্পষ্ট বলেছেন, আমাদের ভূখণ্ডের স্বাধীনতার জন্য সকলে মিলে লড়াই চালিয়ে যাব। শেষ পর্যন্ত জয়ও পাব আমরাই। গ্যালারিতে ইউক্রেনের জার্সি পরে অনেকেই গলা ফাটাচ্ছিলেন মাহুচিখের হয়ে।

আরও পড়ুন - Bangladesh cricket : ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন বাংলাদেশের মিরাজ

advertisement

সেই প্রসঙ্গে ২০ বছর বয়সি জাম্পার বলছেন, এই সাফল্য পুরোটাই ইউক্রেনের মানুষের জন্য। আমাকে যাঁরা সমর্থন জানিয়েছেন তাঁদের ধন্যবাদ। বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য ইউক্রেনের মোট ২২জন অ্যাথলিট এসেছেন অরিগনে। মাহুচিখের মতো প্রত্যেকেই দেশ থেকে বহুদূরে সেরেছেন প্রস্তুতি। কেউ পর্তুগালে, কেউ স্পেনে, কেউ পোল্যান্ডে।

মাহুচিখ যেমন তুরস্ক, জার্মানি, সার্বিয়া হয়ে প্রস্তুতিতে তুলির শেষ টান দিয়েছেন আমেরিকার ক্যালিফোর্নিয়াতে। তাঁর মা, বোন ও ভাইঝি রয়েছেন জার্মানিতে। তবে বাবা ও ঠাকুরদা অবশ্য ডিনিপ্রো শহর ছাড়েননি, যা এখনও ঘিরে রেখেছে রুশ বাহিনী। ফলে কবে বাড়ি ফিরতে পারবেন মাহুচিখ, তা নিয়ে সংশয় থাকছেই।

advertisement

advertisement

সেই যন্ত্রণা ঝরে পড়েছে তাঁর গলায়, যদি বিমানবন্দরে নেমে সোজা ফিরতে পারতাম আগের মতো কী আনন্দই না হত! কিন্তু এই মুহূর্তে তা সম্ভব নয়। রাশিয়ানরা ছিনিয়ে নিয়েছে আমাদের মৌলিক অধিকার। একা মাহুচিখ নন, ইউক্রেনের অন্য অ্যাথলিটদের মনেও কম-বেশি এমন যন্ত্রণা রয়েছে।

কিয়েভে বোমাবর্ষণের সময় বাড়ির বেসমেন্টে এক সপ্তাহ লুকিয়ে ছিলেন মাহুচিখের সতীর্থ ইরিনা জেরাসচেঙ্কো। তিনি মহিলাদের হাইজাম্পে চতুর্থ হন। তাঁর কথায়, যুদ্ধ এখনও চলছে। পরিস্থিতির উন্নতি হলেও লড়াই পুরোপুরি থামেনি। আগের মতো জীবন কাটানো অসম্ভব।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

একটাই স্বস্তি যে বাবা-মা নিরাপদে রয়েছেন।মাহুচিখ জানিয়েছেন এই পদক জয় সমগ্র ইউক্রেনবাসীর জন্য। রাশিয়ার বিরুদ্ধে তারা হেরে যাবে না এই জয়, সেটাই প্রমাণ করে।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Yaroslava Mahuchikh : উদ্বাস্তুর বিশ্ব জয় ! রাশিয়ার আক্রমণে ইউক্রেন ছেড়ে পালানো মেয়ে ইতিহাস গড়লেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল