TRENDING:

UEFA EURO 2024 Full Schedule: ইউরো কাপ ২০২৪-এর সম্পূর্ণ সূচি, কবে-কখন-কোন দেশের ম্যাচ, জেনে নিন সবকিছু

Last Updated:

UEFA EURO 2024 Full Schedule: ১৪ থেকে ঢাকে কাঠি পড়তে চলেছে উয়েফা ইউরো ২০২৪-এর। এবারের উইরোর আয়োজক দেশ জার্মানি। এক ঝলকে দেখে নিন ইউরোর গ্রুপ পর্বের সম্পূর্ণ সূচি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
২০২২ ফিফা বিশ্বকাপের স্মৃতি এখনও টাটকা বিশ্ব জুড়ে ফুটবল প্রেমিদের মনে। তার ২ বছর যেতে না যেতেই আরও দুই বিশ্বমানের প্রতিযোগিতার সাক্ষী থাকতে চলেছে ফুটবল বিশ্ব। একদিকে উয়েফা ইউরো, অপদরদিকে কোপা আমেরিকা। ২০২৪ ফুটবল প্রেমিদের কাছে আরও একটি স্মরণীয় বছর হতে চলেছে। প্রায় এক সময়ে বিশ্ব ফুটবলের অন্যতম প্রধান শাসক দুই মহাদেশে আয়োজিত হতে চলেছে ফুটবলের দুই মহাযজ্ঞ।
ইউরো কাপ ২০২৪-এর সম্পূর্ণ সূচি
ইউরো কাপ ২০২৪-এর সম্পূর্ণ সূচি
advertisement

১৪ থেকে ঢাকে কাঠি পড়তে চলেছে উয়েফা ইউরো ২০২৪-এর। এবারের উইরোর আয়োজক দেশ জার্মানি। লম্বা যোগ্যতা অর্জন পর্বের শেষে মোট ২৪ দল সুযোগ পেয়েছে প্রতিযোগিতার মূল পর্বে। ২৪টি দেশকে মোট ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রয়েছে ৪টি করে দেশ। দীর্ঘ প্রতিযোগিতায় কেমন হতে চলেছে সূচি? তা নিয়ে কৌতুহল থাকে ক্রীড়া প্রেমিদের মধ্যে। এক ঝলকে দেখে নিন ইউরোর গ্রুপ পর্বের সম্পূর্ণ সূচি-

advertisement

গ্রুপ এ: জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড

গ্রুপ বি: স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া

গ্রুপ সি: স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড

গ্রুপ ডি: পোল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ফ্রান্স

গ্রুপ ই : বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, ইউক্রেন

গ্রুপ এফ: তুরস্ক, জর্জিয়া, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র

ভারতীয় সময় অনুসারে ইউরো কাপ ২০২৪-এর সম্পূর্ণ সূচি –

জার্মানি বনাম স্কটল্যান্ড ১৫ জুন রাত ১২.৩০ (শুক্রবার রাত)

advertisement

হাঙ্গেরি বনাম স্যুইৎজারল্যান্ড ১৫ জুন সন্ধে ৬.৩০

স্পেন বনাম ক্রোয়েশিয়া ১৫ জুন রাত ৯.৩০

ইতালি বনাম আলবানিয়া ১৬ জুন রাত ১২.৩০ (শনিবার রাত)

পোল্যান্ড বনাম নেদারল্যান্ডস ১৬ জুন সন্ধে ৬.৩০

স্লোভেনিয়া বনাম ডেনমার্ক ১৬ জুন রাত ৯.৩০

সার্বিয়া বনাম ইংল্যান্ড ১৭ জুন রাত ১২.৩০ (রবিবার রাত)

রোমানিয়া বনাম ইউক্রেন ১৭ জুন সন্ধে ৬.৩০

advertisement

বেলজিয়াম বনাম স্লোভাকিয়া ১৭ জুন রাত ৯.৩০

অস্ট্রিয়া বনাম ফ্রান্স ১৮ জুন রাত ১২.৩০ (সোমবার রাত)

তুরস্ক বনাম জর্জিয়া ১৮ জুন রাত ৯.৩০

পর্তুগাল বনাম চেক প্রজাতন্ত্র ১৯ জুন রাত ১২.৩০ (মঙ্গলবার রাত)

ক্রোয়েশিয়া বনাম আলবানিয়া ১৯ জুন সন্ধে ৬.৩০

জার্মানি বনাম হাঙ্গেরি ১৯ জুন রাত ৯.৩০

স্কটল্যান্ড বনাম স্যুইৎজারল্যান্ড ২০ জুন রাত ১২.৩০ (বুধবার রাত)

advertisement

স্লোভেনিয়া বনাম সার্বিয়া ২০ জুন সন্ধে ৬.৩০

ডেনমার্ক বনাম ইংল্যান্ড ২০ জুন রাত ৯.৩০

স্পেন বনাম ইতালি ২১ জুন রাত ১২.৩০ (বৃহস্পতিবার রাত)

স্লোভাকিয়া বনাম ইউক্রেন ২১ জুন সন্ধে ৬.৩০

পোল্যান্ড বনাম অস্ট্রিয়া ২১ জুন রাত ৯.৩০

নেদারল্য়ান্ড বনাম ফ্রান্স ২২ জুন রাত ১২.৩০ (শুক্রবার রাত)

জর্জিয়া বনাম চেক প্রজাতন্ত্র ২২ জুন সন্ধে ৬.৩০

তুরস্ক বনাম পর্তুগাল ২২ জুন রাত ৯.৩০

বেলজিয়াম বনাম রোমানিয়া ২৩ জুন রাত ১২.৩০ (শনিবার রাত)

স্যুইৎজারল্যান্ড বনাম জার্মানি ২৪ জুন রাত ১২.৩০ (রবিবার রাত)

স্কটল্যান্ড বনাম হাঙ্গেরি ২৪ জুন রাত ১২.৩০ (রবিবার রাত)

আলবেনিয়া বনাম স্পেন ২৫ জুন রাত ১২.৩০ (সোমবার রাত)

ক্রোয়েশিয়া বনাম ইতালি ২৫ জুন রাত ১২.৩০ (সোমবার রাত)

ফ্রান্স বনাম পোল্যান্ড ২৫ জুন রাত ৯.৩০

নেদারল্য়ান্ডস বনাম অস্ট্রিয়া ২৫ জুন রাত ৯.৩০

ডেনমার্ক বনাম সার্বিয়া ২৬ জুন রাত ১২.৩০ (মঙ্গলবার রাত)

ইংল্যান্ড বনাম স্লোভেনিয়া ২৬ জুন রাত ১২.৩০ (মঙ্গলবার রাত)

স্লোভাকিয়া বনাম রোমানিয়া ২৬ জুন রাত ৯.৩০

ইউক্রেন বনাম বেলজিয়াম ২৬ জুন রাত ৯.৩০

জর্জিয়া বনাম পর্তুগাল ২৭ জুন রাত ১২.৩০ (বুধবার রাত)

চেক প্রজাতন্ত্র বনাম তুরস্ক ২৭ জুন রাত ১২.৩০ (বুধবার রাত)

আরও পড়ুনঃ Team India: টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে ফিরছেন বড় তারকা? ১৫ জনের দলে আগে মেলেনি সুযোগ! জেনে নিন বিস্তারিত

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বের খেলায় ৬টি গ্রুপ থেকে প্রথম দুটি করে দেশ যোগ্যতা অর্জন করবে শেষ ষোল রাউন্ডে। আর ৬টি গ্রুপের তৃতীয় স্থানে শেষ করা দেশগুলির মধ্যে ৪টি দেশ পয়েন্ট ও গোল পার্থক্যের বিচারে নকআউটে পৌছবে। শেষ থেকে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল হবে।

বাংলা খবর/ খবর/খেলা/
UEFA EURO 2024 Full Schedule: ইউরো কাপ ২০২৪-এর সম্পূর্ণ সূচি, কবে-কখন-কোন দেশের ম্যাচ, জেনে নিন সবকিছু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল