উবের অ্যাপ থেকে ক্যাব বুক করতে হলেই কাছাকাছি থাকা ট্যাক্সির আইকন দেখা যেত ৷ এখন সেই ট্যাক্সির আইকন বদল হয়েছে ‘শাটল কক’ ৷ অর্থাৎ শাটল কক দেখতে পেলেই বোঝা যাবে আপনার অঞ্চলের আশপাশেই উবের ট্যাক্সি রয়েছে ৷ অলিম্পিকে সিন্ধুর এই কৃতিত্বে খুশি গোটা দেশবাসী ৷ বিশেষ করে বিশ্বের এক নম্বরের বিরুদ্ধেও ফাইনালে সমানে সমানে লড়াই চালিয়ে গিয়েছিলেন তিনি ৷ তাতে মুগ্ধ গোটা দেশবাসী ৷
advertisement
সিন্ধু জেতার পর থেকেই চলছে শুধু পুরস্কার ঘোষণার পালা ৷ দিল্লি সরকারের তরফে সিন্ধুর জন্য ইতিমধ্যেই দু’কোটি টাকা ঘোষণা করা হয়েছে । তেলেঙ্গানা সরকারা জমি-সহ ঘোষণা করেছে এক কোটি টাকা। তালিকায় রয়েছে মধ্যপ্রদেশ। শিবরাজ সিং চৌহানের ঘোষণা, দেশে ফিরলে সিন্ধুকে দেওয়া হবে পঞ্চাশ লাখ টাকা। শুক্রবারই পিভির জন্য পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ব্যাডমিন্টন সংস্থা। প্রেসিডেন্ট অখিলেশ দাশগুপ্ত জানিয়েছেন, পিভির জন্য বরাদ্দ পঞ্চাশ লাখ টাকা। তবে প্রায় সবাইকে চমকে দিয়ে সিন্ধুর জন্য পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন। তাদের দেওয়া অর্থের পরিমাণ পাঁচ লাখ টাকা।