অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের (U19 World Cup 2022) কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে উইকেটের ঝুলি খালি ছিল এই ডানহাতি জোরে বোলারের কিন্তু বড় প্লেয়াররা বড় মঞ্চে জ্বলে ওঠেন এই কথাটাকেই যেন সত্যি প্রমাণ করে দিলেন সদ্য ১৯ পা দেওয়া রাজ বাওয়া (Raj Bawa)৷ তাঁর বলের ধার -গতি কিছুই যেন এদিন বুঝতে পারছিলেন না ইংলিশ ব্যাটসম্যানরা৷
advertisement
২৭ রান করা জর্জ থমাসকে আউট করে তিনি প্রথম উইকেটের খাতা খোলেন৷ সেইটা জাস্ট ট্রেলর ছিল ৷ এরপর পিকচার আভি বাকি হ্যায় -র মতো তিনি একে একে তুলে নেন উইলিয়াম লক্সটন, জর্জ বেল, রেহান আহমেদকে৷ এরমধ্যে লক্সটন এবং বেল পরপর দুবলে আউট হন৷
আরও পড়ুন - U19 World Cup Final: ইংল্যান্ডের বিরুদ্ধে আগুনে শুরু ভারতের, রবি কুমারের তেজে ছারখার ব্রিটিশ সিংহরা
এরপরেই ট্যুইটার জুড়ে ট্রেন্ডিং আগুনে ফর্মে থাকা তরুণ রাজ বাওয়া(Raj Bawa) ৷ তাঁর বোলিং ধার নিয়ে বলিউড এবং ক্রিকেট সব ধরণের ট্যুইট হতে থাকে৷
রবি কুমার (Ravi Kumar) শুরু করেছিলেন দুই বড় রান সংগ্রহকারীদের তুলে নিয়ে প্রাথমিক ঝটকা দিয়ে আর রাজ বাওয়া কোমর্বিড ইংল্যান্ড দলকে কার্যত ভেন্টিলেশনে পৌঁছে দেন নিজের জ্বলওয়া স্পেলে৷