কিন্তু অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ব্যাট হাতে ছাপ রাখতে বদ্ধপরিকর শেখ রশিদ এদিন ফের জ্বলে উঠলেন৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে অধিনায়ক যশ ধুলের ১১০ রান ছিল আর তিনি করেছিলেন ৯৪ রান৷
আরও পড়ুন - IPL 2022 Mega Auction: বিশ্বকাপ ফাইনালে সেরা বল করা রাজ বাওয়া, আইপিএল নিলামে সকলের নজরে
advertisement
ফাইনালে অধিনায়কের ব্যাট না জ্বললেও সহ অধিনায়ক রশিদ দায়িত্ব পালনে কোনও ভুল করেননি৷
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে (U19 World Cup 2022) তাঁর এদিনের ইনিংস ৮৪ বলে ৫০ রানের৷ ইনিংস সাজানো ৬ টি চার দিয়ে৷ কারণ সে সময় ছোট টার্গেট তাড়া করতেগিয়েও পরপর টপ অর্ডার আউট হয়ে গিয়েছল৷ আর সেই ভুলটা নিজে না করে ক্রিজে খাড়া থেকে দলের স্কোর এগিয়ে দেন শেখ রশিদ (Shaik Rasheed )৷
এদিন শেখ রশিদকে নিয়েও নেটিজেনরা উচ্ছ্বসিত প্রশংসা করেন৷ তাঁকে ভারতীয় ক্রিকেটের পরবর্তী উত্তরসূরি হিসেবেও দেখা হচ্ছে৷
আরও পড়ুন - 1000 ODI : ঐতিহাসিক ম্যাচের আগে ‘এই’ পরিসংখ্যানগুলি চাঙ্গা করে দেবে ভারতীয় ফ্যানদের
এদিকে সব মিলিয়ে পাঁচবার ভারতের বিশ্বকাপ জয়ের পথে অন্যতম বড় কাণ্ডারি এই শেখ রশিদ৷