TRENDING:

‘‘এখনই অবসর নেওয়া উচিৎ ধোনির...’’ মাহির ব্যাটিং দেখে ক্ষোভ উপচে পড়ল সোশ্যাল মিডিয়ায়

Last Updated:

ভারতের হারের থেকেও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের এখন সবচেয়ে বেশি রাগ মহেন্দ্র সিং ধোনির উপর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লিডস: ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে হার ৷ টানা ৯টি সিরিজ জেতার পর অবশেষে হার ৷ বিরাটের নেতৃত্বে প্রথমবার কোনও দ্বিপাক্ষিক সিরিজে হার হজম ৷ সিরিজ হারের ময়নাতদন্ত তো হবেই ৷ ভারতের হারের থেকেও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের এখন সবচেয়ে বেশি রাগ মহেন্দ্র সিং ধোনির উপর ৷ যাঁর একের পর এক মন্থর ইনিংস দেখে এখন বিরক্ত প্রত্যেকেই ৷ মঙ্গলবার হেডিংলেতে ধোনির ব্যাটিং দেখে ট্যুইটারে ক্ষোভ উপচে পরে ক্রিকেটপ্রেমীদের ৷ প্রত্যেকেরই একটাই বক্তব্য, এবার নিজের সম্মান বাঁচাতে তাড়াতাড়ি অবসর ঘোষণা করা উচিৎ মাহির ৷
advertisement

Photo Courtesy: Reuters

এদিন ৬৬ বলে ৪২ রান করেন মহেন্দ্র সিং ধোনি ৷ এতে দলের রান ওঠার গতিও অনেকটাই কমে যায় ৷ শেষদিকে শার্দুল ঠাকুর চালিয়ে না খেললে ভারতের রান হয়তো আড়াইশোও পেরতো না ৷ চলতি সিরিজে টানা দু’বার ধোনির এমন ব্যাটিং দেখে এখন বিরক্ত ক্রিকেটপ্রেমীরা ৷ সবারই এখন একটাই কথা, সম্মান থাকতে থাকতেই এবার নিজের সরে পরা উচিৎ ধোনির ৷ ভারতীয় সমর্থকরা এমনও বলেছেন, যে আইপিএলে দুর্দান্ত খেলেই আবার ফিনিশার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন না মাহি ৷ এটা আন্তর্জাতিক ক্রিকেট ৷ এখানেই বোঝা যায় কার কত দম ৷ ট্যুইট গুলি একবার দেখে নেওয়া যাক ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
‘‘এখনই অবসর নেওয়া উচিৎ ধোনির...’’ মাহির ব্যাটিং দেখে ক্ষোভ উপচে পড়ল সোশ্যাল মিডিয়ায়