TRENDING:

IPL 2019: ম্যানকাডিংয়ের প্রয়োজন নেই, ক্রিকেটের স্পিরিট বজায় থাক: বোল্ট

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শুধু আইপিএল কেন, যে কোনও ধরণের ক্রিকেটেই ‘ম্যানকাডিং’-এর ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মনে করেন দিল্লি ক্যাপিটালসের তারকা পেসার ট্রেন্ট বোল্ট ৷ নিউজিল্যান্ডের বাঁ হাতি পেসারের মতে, ‘‘ সঠিক স্পিরিট বজায় রেখেই ক্রিকেট খেলা উচিৎ ৷ মনে হয় না, এই ধরনের আউট করার প্রয়োজন রয়েছে। এগুলি খেলার সময় না করলেও হয় ৷ ’’
advertisement

আরও পড়ুন-IPL 2019: সঞ্জুর সেঞ্চুরি কাজে এল না, ওয়ার্নার-বিজয়দের দাপটে সহজ জয় সানরাইজার্সের

প্রসঙ্গত জস বাটলারকে করা রবীচন্দ্রন অশ্বিনের ম্যানকাডিং কাণ্ডে এখন উত্তাল গোটা ক্রিকেট বিশ্বই ৷ এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন প্রাক্তন থেকে বর্তমান অনেক ক্রিকেটারই ৷ ম্যানকাডিং নিয়ে বাকীদের সঙ্গে একমত বোল্টও ৷ আজ, শনিবার ফিরোজ শাহ কোটলায় কেকেআরের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস ৷ অ্যান্দ্রে রাসেলকে আটকানোর সবরকম পরিকল্পনা করে ফেলেছে দিল্লি থিঙ্ক ট্যাঙ্ক ৷ ব্যাট করার সময় ক্যারিবিয়ান তারকার সামান্য ভুলভ্রান্তির অপেক্ষায় পন্টিং-সৌরভের দিল্লি ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2019: ম্যানকাডিংয়ের প্রয়োজন নেই, ক্রিকেটের স্পিরিট বজায় থাক: বোল্ট