TRENDING:

ইরানের বিরুদ্ধে নামার আগে চাপে কনস্ট্যানটাইনের দল

Last Updated:

যে ইরান গত ব্রাজিল বিশ্বকাপে লিও মেসির আর্জেন্তিনাকে প্রায় আটকে দিয়েছিল, আজ তাদেরই মুখোমুখি স্টিভন কনস্ট্যানটাইনের ভারত ৷ র‌্যাঙ্কিংয়েও দু’দলের মধ্যে আকাশ-পাতাল তফাৎ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তেহরান:  যে ইরান গত ব্রাজিল বিশ্বকাপে লিও মেসির আর্জেন্তিনাকে প্রায় আটকে দিয়েছিল, আজ তাদেরই মুখোমুখি স্টিভন কনস্ট্যানটাইনের ভারত ৷ র‌্যাঙ্কিংয়েও দু’দলের  মধ্যে আকাশ-পাতাল তফাৎ ৷ ভারত ১৬০, ইরান- ৪৪ ৷ বিশ্বকাপারদের বিরুদ্ধে তাঁদের হোম গ্রাউন্ডে খেলতে নামার আগে ভারত যে বিশাল চাপে আছে, তা কার্যত স্বীকার করে নিয়েছেন কোচ এবং দলের ফুটবলাররা ৷তেহরানে প্রাক-বিশ্বকাপ ম্যাচের আগের দিন স্টিভন তাই বলে দিয়েছেন, ‘‘এশীয় ফুটবলে ইরান জায়ান্ট। ওদের বিরুদ্ধে আমাদের লড়তে নামাটা অনেকটা ডেভিড আর গলিয়াথের মতো ব্যাপার। তা ছাড়া আমার দলের চার নিয়মিত ফুটবলার চোটের জন্য বাইরে। এই অবস্থায় যতটা করা যায় ততটাই চেষ্টা করবে ছেলেরা।’’ ইরানের পরেই ঘরের মাঠে তুর্কমেনিস্তানের বিরুদ্ধে খেলা সুনীলদের ৷ আজ তাই চোট না পাওয়ার ব্যাপারেও সতর্ক থাকতে হবে মেন ইন ব্লু’দের ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজো নয়, বর্ধমানের 'এই' গ্রামে কালীপুজোই আসল! দূরদূরান্ত থেকে ছুটে আসে মানুষ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
ইরানের বিরুদ্ধে নামার আগে চাপে কনস্ট্যানটাইনের দল