বিসিসিআই সিইও রাহুল জোহরির হয়ে সৌরভের স্বার্থের সংঘাতের বিষয়টি খতিয়ে দেখছেন ডিকে ডৈন ৷
CAC বা ক্রিকেট অ্যাডভাইসরি কমিটিতে সৌরভের সঙ্গে রয়েছেন সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ ৷ এরা দুজনেও যথাক্রমে মুম্বই ইন্ডিয়ান্স ও সানারাইজার্স হায়দরবাদের মেন্টরের পদেই রয়েছেন ৷
সূত্রের খবর সৌরভ জানিয়েছেন দিল্লি ক্যাপিটাল্সের মেন্টর ও সিএবি প্রেসিডেন্ট হিসেবে তিনি কোনও ভাবে স্বার্থের সংঘাতের মধ্যে জড়িয়ে নেই ৷ যদিও CAC থেকে সরে দাঁড়াতে আগ্রহী সৌরভ ৷
advertisement
আরও পড়ুন - বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার জন্য একজন ক্রিকেটারকেই শুভেচ্ছা মোদির, কাকে ও কেন জানালেন!
সূত্র আরও জানিয়েছে ২০১৭ তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রবি শাস্ত্রী থাকবেন এই সময়ে শেষবার CAC-র বৈঠকে যোগ দিয়েছিলেন সৌরভ ৷ এমনকি এই কমিটিও সাম্প্রতিক কালে কোনও বৈঠক করেনি ৷ তাই স্বার্থের সংঘাত এড়াতে এই পদ থেকে সরে দাঁড়াতে প্রস্তুত তিনি ৷
সৌরভের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের তত্ব নিয়ে পশ্চিমবঙ্গ থেকে ভাস্বতী সান্তুয়া, রঞ্জিত শীল, ও অভিজিত মুখোপাধ্যায় পিটিশন জমা দিয়েছিলেন ৷ তারপরেই এত জলঘোলা শুরু হয় ৷ সেখানে প্রশ্ন ছিল কি করে সিএবি প্রেসিডেন্ট কলকাতায় ম্যাচ চলাকালীন দিল্লি ডাগআউটে বসতে পারেন ৷
আরও দেখুন