TRENDING:

Titas Sadhu: ‘আমরা আশা করেছিলাম, তিতাস ভাল খেলবে’- উচ্ছ্বসিত কোচ নিজের ছাত্রীকে নিয়ে

Last Updated:

তিতাসের কোচ দেবদুলাল রায়চৌধুরী বলেন, ‘‘আমরা আশা করেছিলাম তিতাস ভাল খেলবে।ফাইনাল খেলায় ছন্দে ছিল এটাই বড় কথা।চাপের মুখে স্বাভাবিক থাকতে পারে এটাই ওর গুণ।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: তিতাসের হাত ধরে এশিয়ান গেমসে দ্বিতীয় সোনা জিতল ভারত। চিনে ১৯ তম এশিয়ান গেমসে ভারতের মহিলা ক্রিকেট দল ফেভারিট হিসাবে গিয়েছিল।স্মৃতি মান্দানা,শাফালি বর্মা, জেমাইমা রডরিগেজ, হরমন প্রীত কউরদের মত সিনিয়ার ভারতীয় দলের সদস্যদের সঙ্গে ছিলেন বাংলার রিচা ঘোষ ও তিতাস সাধু।
ভারতের সোনা জয় ও তিতাসের বোলিং পারফরমেন্সে খুশি তার কোচ,পরিবারের সদস্যরা।
ভারতের সোনা জয় ও তিতাসের বোলিং পারফরমেন্সে খুশি তার কোচ,পরিবারের সদস্যরা।
advertisement

অনুর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিতাস। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে তিতাসের বোলিং ফিগার ছিল ৪-৬-২ চার ওভার বল করে ছয় রান দিয়ে দুই উইকেট। আর এশিয়া গেমস ফাইনালে ৪-৬-৩ তিতাস চার ওভার বল করে ছয় রান দিয়ে তিন উইকেট নিয়েছেন।তার এই পারফরমেন্সে শ্রীলঙ্কার সোনা জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়।ভারত এশিয়ান গেমসে দ্বিতীয় সোনা জেতে।

advertisement

ভারতের সোনা জয় ও তিতাসের বোলিং পারফরমেন্সে খুশি তার কোচ,পরিবারের সদস্যরা। এই জয় যেমন ভারতকে সোনা এনে দিল তেমনি তিতাসের সিনিয়ার দলে সুযোগ পাওয়া এখন সময়ের অপেক্ষা,মনে করেন ক্রিকেটারের বাবা রনদীপ সাধু।তিতাস বড় ম্যাচের খেলোয়ার সেটা আবার প্রমান হল। ১১৭ রানের টার্গেট নিয়ে শ্রীলঙ্কা যেভাবে শুরু করেছিল প্রথম ওভারে ১২ রান করে তাতে চাপ বাড়ে।তবে তিতাস প্রথম ওভারে দুই উইকেট পরে শ্রীলঙ্কার ক্যাপ্টেনকে ফিরিয়ে দিয়ে সেই চাপ কাটিয়ে দেন।বড় ম্যাচ হলেও নিজেকে শান্ত রেখে সঠিক লাইন লেন্থে বল করে যান তিতাস।আর তাতেই ভেঙে পরে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ।

advertisement

তিতাসের কোচ দেবদুলাল রায়চৌধুরী বলেন, ‘‘আমরা আশা করেছিলাম তিতাস ভাল খেলবে।ফাইনাল খেলায় ছন্দে ছিল এটাই বড় কথা।চাপের মুখে স্বাভাবিক থাকতে পারে এটাই ওর গুণ।’’

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Saikat Biswas

বাংলা খবর/ খবর/খেলা/
Titas Sadhu: ‘আমরা আশা করেছিলাম, তিতাস ভাল খেলবে’- উচ্ছ্বসিত কোচ নিজের ছাত্রীকে নিয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল