সোমবার (২৬ জানুয়ারি) বিসিসিআই একটি বড় আপডেট দিয়েছে। দলের তারকা ব্যাটার তিলক বর্মা সিরিজের বাকি থাকা দুই ম্যাচেও উপস্থিত থাকবেন না। তিলক বর্মাকে টি২০ বিশ্বকাপের জন্য দলে রাখা হয়েছে। কিন্তু বাঁ হাতি এই স্টাইলিশ ব্যাটার এবছর এখনও কোনও ম্যাচ খেলেননি। বড় প্রশ্ন হল—মেগা ইভেন্টে কি সরাসরি তাঁকে প্লেয়িং ইলেভেনে রাখা ঝুঁকিপূর্ণ হবে, নাকি এটা গম্ভীরের বড় মাস্টারস্ট্রোক হতে চলেছে?
advertisement
আরও পড়ুন- এই প্রথম বাংলাদেশকে নিয়ে সরাসরি মুখ খুলল আইসিসি! কীভাবে ‘ভণ্ডামি’ করেছে তারা…
সম্ভাব্য দুটো দিক: মাস্টারস্ট্রোক হতে পারে যদি…
তিলকের প্রতিভা নিয়ে কারও সন্দেহ নেই। তিনি যে কোনও চাপের ম্যাচে নিজেকে প্রমাণ করতে পারেন।
দলের ব্যাটিং লাইনে ফ্লেক্সিবিলিটি বাড়াতে তাঁকে রাখা হচ্ছে।
কোচিং স্টাফ মনে করছে, বিশ্বকাপে চাপের ম্যাচে তাঁর ধৈর্য ও টেকনিক কাজে লাগবে।
তিনি ম্যাচ ফিনিশার হিসেবে বড় ভূমিকা নিতে পারেন।
ঝুঁকি হতে পারে যদি…
দীর্ঘদিন না খেলার কারণে ফর্ম ও ম্যাচ ফিটনেসের অভাব থাকে।
প্লেয়িং ইলেভেনে অন্তর্ভুক্ত করলে দলের মিডল অর্ডার ভারসাম্য নষ্ট হতে পারে।
চাপের ম্যাচে হঠাৎ ব্যর্থতা দলের জন্য বড় ধাক্কা হতে পারে।
ম্যাচ পরিস্থিতিতে তাকে কোন ভুমিকায় ব্যবহার করা হবে (ফিনিশার, ওপেনার, মিডল অর্ডার)
তিলক বর্মা এই বছর কোনও টি-২০ ক্রিকেট না খেলেই টি২০ বিশ্বকাপে নামবেন। ২৩ বছর বয়সী এই ভারতীয় ব্যাটসম্যান সার্জারির পর সুস্থ হচ্ছেন এবং ম্যাচ ফিটনেস অর্জনের জন্য তাঁকে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। ৩ ফেব্রুয়ারি মুম্বইয়ে ভারতীয় দলে যোগ দেবেন তিনি। তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি২০ সিরিজে তিনি খেলতে পারবেন না। যদিও শুরুতে তাঁকে প্রথম তিনটি ম্যাচের জন্য বাইরে রাখা হয়েছিল, পরে সেটি বাড়ানো হয়েছে।
