চোটের কারণে তিলক নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি–টোয়েন্টি সিরিজের প্রথম তিনটি ম্যাচে খেলতে পারবেন না। বুধবার থেকে শুরু হওয়া এই সিরিজে তাঁর পরিবর্ত হিসেবে দলে নেওয়া হয়েছে শ্রেয়স আইয়ারকে। তিলক বিজয় হাজারে ট্রফি চলাকালীন রাজকোটে অস্ত্রোপচার করান। বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলার পর তিনি ব্যথা অনুভব করেন এবং স্ক্যানের পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে তিনি ফিটনেস টেস্ট ও মেডিক্যাল মূল্যায়নের মধ্য দিয়ে যাচ্ছেন।
advertisement
বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে বিশাখাপত্তনমে ২৮ জানুয়ারি চতুর্থ টি–টোয়েন্টির আগেই মাঠে ফিরতে পারেন তিলক। ইতিমধ্যেই তিনি হালকা ট্রেনিং শুরু করেছেন এবং খুব শিগগিরই ব্যাটিং ও স্কিল অনুশীলনেও ফিরবেন। টিম ম্যানেজমেন্ট তাড়াহুড়ো করতে চাইছে না, কারণ সামনে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক টুর্নামেন্ট রয়েছে।
আরও পড়ুনঃ IND vs NZ: ১০ প্লেয়ার বদল! ৩ জনের অবসর, ভারতের টি-২০ স্কোয়াডে কারা রয়েছে? দেখে নিন
গত এক বছরে ভারতের টি–টোয়েন্টি দলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিলক ভার্মা। ২০২৫ সালে ১৮টি ইনিংসে তিনি ৫৬৭ রান করেছেন, গড় ৪৭.২৫ এবং স্ট্রাইক রেট ১২৯.১৫। ধারাবাহিক পারফরম্যান্সের জন্য তিনি দলের ভরসার ব্যাটার হয়ে উঠেছেন। তাই তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠা ভারতের জন্য বড় স্বস্তির খবর।
