এক সাক্ষাৎকারে এসে রাজনীতি প্রসঙ্গে মুখ খুলেছেন টি-২০ বিশ্বকাপজয়ী তারকা অলরাউন্ডার। তিনি এবার যা বলেছেন তা যথেষ্ট ইঙ্গিত বহন করে। ভারতের ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন ইউসুফ পাঠান। ক্রিকেটকে বিদায় জানানোর পর সম্প্রতি রাজনীতির মাঠে পা রেখেছেন ইউসুফ পাঠান। লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে বহরমপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়ে জিতেছেন। মুর্শিদাবাদের হেভিওয়েট কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীকে হারিয়ে চমকে দেন সকলকে। এবার তাঁর ভাইয়ের পালা!
advertisement
আরও পড়ুন- লন্ডনের রাস্তায় এ কী অবস্থা কোহলির! ব্যাটের বদলে হাতে কী? ভাইরাল ভিডিও
অনেক সময়ই রাজনীতে পা দেওয়া দাদার সমর্থনে সোশ্যাল মিডিয়ায় প্রচার সেরেছেন ইরফান। বহু ক্ষেত্রে ইরফানকেও দেখা গিয়েছে ইউসুফের সঙ্গে। এবার রাজনীতির ময়দানে ইরফানের নেমে পড়াটাও স্রেফ সময়ের অপেক্ষা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, দাদার মতো আপনিও কি রাজনীতিতে আসার ব্যাপারে আগ্রহী? জবাবে ইরফানের মন্তব্য, “আপনার কী মনে হয়? আমার রাজনীতিতে আসা উচিত?”
এর পর ইরফান আরও বলেন, ”জীবনে আমি যে কাজটাই করেছি, সেটা বর্তমানে হোক বা ভবিষ্যতে, কিছু একটা পার্থক্য গড়ার জন্যই করব। যদি পার্থক্য গড়তে না পারি, তাহলে করবই না।” অর্থাৎ, পাঠান এবার রাজনীতির আঙিনায় পা রাখার স্পষ্ট ইঙ্গিত দিয়ে রাখলেন বলে ধরে নেওয়াই যায়।
উল্লেখ্য, ১২০টি ওয়ানডে ও ২৪টি টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছেন ইরফান পাঠান। ২৯টি টেস্ট খেলেছেন। ৩০১টি আন্তর্জাতিক উইকেটের মালিক তিনি। ২০২০ সালে পাঠান অবসর নেন।