স্পেনের ১৮ বছর বয়সী ফুটবলার লামিন ইয়ামাল (Lamine Yamal) বর্তমানে বেশ চর্চায় রয়েছেন। মাঠে তাঁর খেলার থেকেও বেশি আলোচনা হচ্ছে কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সি পাওয়া নিয়ে। বার্সেলোনার এই যুব ফুটবলারকে ক্লাবের আইকনিক ১০ নম্বর জার্সি আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়েছে। এই জার্সি এক সময় লিওনেল মেসি পরতেন। পাশাপাশি, ক্লাব ইয়ামালের চুক্তি ২০৩১ সাল পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।
advertisement
লামিন ইয়ামাল এই জার্সি পেয়েছেন আনসু ফাতির কাছ থেকে, যিনি সম্প্রতি এক মরসুমের জন্য ক্লাবে যোগ দিয়েছিলেন। এর ফলে ইয়ামাল এখন মেসি, রোনালদিনহো, রিভালদো, রোমারিও এবং দিয়েগো মারাদোনার পর বার্সেলোনার ১০ নম্বর জার্সি পরা কিংবদন্তিদের তালিকায় যুক্ত হলেন।
আরও পড়ুন- Vaibhav Suryavanshi : ভাঙল ৩৪ বছরের পুরনো নজির, ফের বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর
এর আগে ইয়ামাল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ১০ নম্বর জার্সি পরা মারাডোনা, রোনালদিনহো ও মেসির ছবি শেয়ার করেছিলেন, যা সমর্থকদের মধ্যে জল্পনার সৃষ্টি করেছিল। এখন সেই গুজব আনুষ্ঠানিকভাবে সত্য বলে প্রমাণিত হয়েছে। আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি ২০০৮ থেকে ২০২১ সালের মধ্যে বার্সেলোনার এই নম্বর ১০ জার্সি পরেছিলেন।
ইয়ামাল।
মেসির ক্লাব ছাড়ার পর এই জার্সি আনসু ফাতির হাতে তুলে দেওয়া হয়। তবে তিনি চোট এবং ধারাবাহিকতার অভাবে আহামরি কিছু করতে পারেননি। ফলে লামিন ইয়ামালের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়। লামিন ইয়ামাল এখন অফিসিয়ালি বার্সেলোনার ১০ নম্বর জার্সি পরা তারকা।