TRENDING:

ভারত পেয়ে গেল পরবর্তী টেস্ট ক্যাপ্টেন! হার্দিক, সূর্য নয়! একেবারে 'নতুন নাম'

Last Updated:

Shubhman Gill: ৩৭ বছর বয়সী রোহিত শর্মার পক্ষে দীর্ঘ সময়ের জন্য টেস্ট ক্রিকেটে ভারতের অধিনায়কত্ব করা সম্ভব হবে না। এমন পরিস্থিতিতে শীঘ্রই ভারতের নতুন টেস্ট অধিনায়ক বেছে নিতে পারে বিসিসিআই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার তিনি, রোহিত শর্মার পর ভারতীয় ক্রিকেট টেস্ট দলের অধিনায়ক হওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে! ভারতীয় দলের এই ক্রিকেটারের প্রতিভা দেখে অনেকেই অবাক। বারবার বড় মঞ্চে নিজেকে প্রমাণ করেছেন তিনি।
advertisement

৩৭ বছর বয়সী রোহিত শর্মা আর বেশিদিন ভারতের টেস্ট অধিনায়ক থাকতে পারবেন না। এমন পরিস্থিতিতে ভারতীয় দলের পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে বিসিসিআই-এর নজর আরেকজনের দিকে।

৩৭ বছর বয়সী রোহিত শর্মার পক্ষে দীর্ঘ সময়ের জন্য টেস্ট ক্রিকেটে ভারতের অধিনায়কত্ব করা সম্ভব হবে না। এমন পরিস্থিতিতে শীঘ্রই ভারতের নতুন টেস্ট অধিনায়ক বেছে নিতে পারে বিসিসিআই।

advertisement

আরও পড়ুন- ইতিহাসে লক্ষ্য সেন,আরও একটি পদক নিশ্চিত ভারতের,তুফানি পারফরম্যান্সে প্রতিপক্ষ বধ

তারকা ব্যাটার শুভমান গিল, যিনি টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি তিনটি ফরম্যাটেই টিম ইন্ডিয়াতে নিজের জায়গা পাকা করেছেন, তিনি ভারতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক হওয়ার সবচেয়ে বড় দাবিদার।

টিম ইন্ডিয়ার তরুণ ওপেনিং ব্যাটার শুভমান গিলকে ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক করা হতে পারে। ২৪ বছর বয়সী শুভমান গিল তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য পরিচিত।

advertisement

রোহিত শর্মার টেস্ট কেরিয়ার প্রায় শেষের দিকে। এমন পরিস্থিতিতে ২৪ বছর বয়সী শুভমান গিলকে ভারতের টেস্ট অধিনায়কের দায়িত্ব দেওয়া হতে পারে। শুভমান গিলকে ইতিমধ্যেই ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক করা হয়েছে।

আরও পড়ুন- শ্রীলঙ্কান বোলারদের দাপট, ভারতীয় তারকাদের ছুটল কালঘাম, টাই হল প্রথম ওডিআই

টেস্ট ক্রিকেটে শুভমান গিলের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তিনি টিম ইন্ডিয়ার হয়ে দীর্ঘদিন খেলতে পারেন বলেও আশা করা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শুভমান গিলের টেস্ট ম্যাচে দুর্দান্ত ব্যাটিং অভিজ্ঞতা রয়েছে। শুভমান গিল ভবিষ্যতে টেস্ট অধিনায়ক হলে তিনি টিম ইন্ডিয়াকে বিশ্বের সেরা হিসেবে তুলে ধরতে পারেন বলেও মনে করছেন বোর্ড কর্তাদের একাংশ।

বাংলা খবর/ খবর/খেলা/
ভারত পেয়ে গেল পরবর্তী টেস্ট ক্যাপ্টেন! হার্দিক, সূর্য নয়! একেবারে 'নতুন নাম'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল