বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে তাঁর অগণিত ভক্ত। তাঁর সঙ্গে একখানা ছবি তোলার সুযোগ হাতছাড়া করতে কে চায়! কিন্তু তাই বলে এভাবে! এই মহিলা বিরাট কোহলির সঙ্গে যা করলেন, আজ পর্যন্ত কেউ করেনি। আর এই মহিলার এমন ব্যবহারে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, তিনি আবেগে ভেসে এমনটা করে ফেলেছেন। কেউ আবার বলছেন, তিনি যা করেছেন তা ভুল।
advertisement
আরও পড়ুন- লক্ষ্য ভারতকে চাপে রাখা! প্রথম টেস্টের এত দিন আগেই বড় চাল দিল অস্ট্রেলিয়া!
বিরাট কোহলির একটি ফ্যান ক্লাবের তরফে ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। বিরাট একটি মেরুন রঙের টিশার্ট, টুপি এবং জিন্স পরে গাড়ি থেকে নেমে একটি আবাসনে ঢুকতে যাচ্ছেন। তখনই এক দক্ষিণ ভারতীয় মহিলা কোহলির সঙ্গে সেলফি তোলার আবদার করেন। কোহলি প্রথমে রাজি হননি। তার পর ওই মহিলা জোরাজুরি করেন।
আরও পড়ুন- নিলামের আগে কেরিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন রাসেল!কী জানালেন কেকেআর তারকা!
শেষ পর্যন্ত কোহলি ছবি তোলায় সায় দিলে মহিলা রীতিমত বিরাটের হাত টেনে ধরে ছবি তোলেন। ছবি তোলা হয়ে গেলেও হাত ছাড়তে চাইছিলেন না তিনি। সেই মহিলা তখন আরও ছবি তুলতে চান। এই দেখে এক পাপারাৎজি বলে ওঠেন, ‘আমি ছবি তুলেছি, আমার থেকে নিয়ে নেবেন।’ সেই কথা শুনে বিরাটও তাতে সায় দেন। এর পরই কোহলি সটান আবাসনে ঢুকে যান। মহিলার এমন কাণ্ড দেখে অনেকেই অবাক।