সোশ্যাল মিডিয়ায়া যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা শুনলে চমকে যাবেন আপনিও। ভাবেন এই দল কীভাবে চ্যাম্পিয়ন হতে পারে। ভিডিওতে দেখা যায় হোস্ট এক পথচারীকে একটি সহজ প্রশ্ন জিজ্ঞাসা করেন। জানতে চাওয়া হয় এবার আইপিএল কোন দল চ্যাম্পিয়ন হতে পারে। ওই ব্যক্তি আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেন,"আমি মনে করি কেরেলা চ্যাম্পিয়ন হবে।" এখানেই এই ভিডিওটিক মজা। আইপিএলের কেরালার কোনও দল নাব থাকলেও ওই ব্যক্তি বলে বসেন কেরালা চ্যাম্পিয়ন হবে।
advertisement
এখানেই ভিডিওটি শেষ হয়নি। শক ফ্যাক্টর আরও বাকি রয়েছে। ভিডিওতে দেখা যায় সাক্ষাত্কারকারী তার পছন্দের সমর্থন অব্যাহত রেখেছিলেন এবং বলেন যে "কেরালা শক্তিশালী দল বলেও বলে মনে হচ্ছে"। এরপরই ওই সঞ্চালক কিছুটা হেসে ফেলেন। তারপর হোস্ট বলেন,"কেরালার কোনও দল নেই।" ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনেকে কমেন্টে বলেছেন, উইনি হয়তো ভাবছেন এখনও আইপিএলে কোচি টাস্কার্স দল এখনও রয়েছে। নেট দুনিয়ায় হাসির রোল উঠেছে এমন ভবিষ্যদ্বাণী নিয়ে।