TRENDING:

Paris Olympics 2024: বিচ্ছেদেই শেষ নয়, অলিম্পিক্সে সোনা জিতে কী বললেন এই টেনিস তারকা জুটি? শুনলে অবাক হবেন

Last Updated:

ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে অবধারিত ভাবে প্রশ্ন ধেয়ে আসে, তাঁদের মধ্যে এখন ঠিক কীরকম সম্পর্ক রয়েছে? এক্ষেত্রে দুজনেই সরাসরি কোনও জবাব দেননি। উত্তরে সিনিয়াকোভা খানিক বিদ্রূপের ভঙ্গিতেই বলেন, " এটা আমাদের ব্যক্তিগত জীবন। তাই আপনাদের জানার কোনও প্রয়োজন নেই। আমরা চাই আপনারা বিভ্রান্ত থাকুন।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্যারিস: চেক প্রজাতন্ত্রের টেনিস তারকা জুটি টমাস ম্যাচাক এবং কেটরিনা সিনিয়াকোভা ইতিমধ্যেই সোনা জিতে শিরোনামে উঠে এসেছেন। প্যারিস অলিম্পিক্সে মিক্সড ডাবলসে সোনা জেতা ছাড়াও সংবাদ শিরোনামে আসার অন্য কারণ রয়েছে এই তারকা জুটির। প্যারিস অলিম্পিক্সের মাঝেই তাঁদের বিচ্ছেদ হয়ে যায় বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। কিন্তু, এই বিচ্ছেদ কোনও ভাবেই তাঁদের পারফরমেন্সে প্রভাব ফেলে নি।
চেক প্রজাতন্ত্রের টমাস ম্যাচাক এবং কেটরিনা সিনিয়াকোভা। ছবি- ইন্সস্টাগ্রাম
চেক প্রজাতন্ত্রের টমাস ম্যাচাক এবং কেটরিনা সিনিয়াকোভা। ছবি- ইন্সস্টাগ্রাম
advertisement

অলিম্পিক্সের একদম শুরুতেই তাঁদের বিচ্ছেদ ঘটে গেলেও রোঁলা গাঁরোর ময়দানে মিক্সড ডাবলসে বোঝাবুঝির কোনও ফাঁক রাখেন নি এই জুটি। বিপক্ষ জুটিকে হারিয়ে সোনা জিতে নেন ম্যাচাক-সিনিয়াকোভা। ম্যাচ জেতার পর মুহূর্তেই একে অন্যকে আবেগে জড়িয়ে ধরেন তাঁরা।

ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে অবধারিত ভাবে প্রশ্ন ধেয়ে আসে, তাঁদের মধ্যে এখন ঠিক কীরকম সম্পর্ক রয়েছে? এক্ষেত্রে দুজনেই সরাসরি কোনও জবাব দেননি। উত্তরে সিনিয়াকোভা খানিক বিদ্রূপের ভঙ্গিতেই বলেন, ” এটা আমাদের ব্যক্তিগত জীবন। তাই আপনাদের জানার কোনও প্রয়োজন নেই। আমরা চাই আপনারা বিভ্রান্ত থাকুন।”

advertisement

আরও পড়ুন: প্যারিস অলিম্পিক্সের স্বপ্ন মিশেছে মাটিতে, কিন্তু এক রাতেই কীভাবে ওজন বাড়ল ?

কার্যত একই ভাষায় উত্তর দেন ম্যচাকও। তিনি বলেন, “গোটা ব্যাপারটাই গোপনীয়। লাল গোটা গোটা অক্ষরে অত্যন্ত গোপনীয়।”

অলিম্পিক্সের সোনা জয়ের ম্যাচে টমাস ম্যাচাক এবং কেটরিনা সিনিয়াকোভা মিক্সড ডাবলস শুরু থেকেই বিপক্ষকে দমিয়ে রেখেছিলেন। চিনের ওয়াং জিনইউ এবং জ্যাং ঝিঝেন কার্যত দাঁত ফোটাতে পারেননি। চেক জুটি প্রথম সেটেই ৬-২ তে হারিয়ে দেয়।

advertisement

এরপরে অবশ্য ফিরে আসেন চিনের দুই প্রতিযোগী। দ্বিতীয় সেট হয় ৫-৭। টাই-ব্রেকারে নিজেদের অনেকটাই গুছিয়ে নেন ম্যাচাক-সিনিয়াকোভা। এই জুটিই প্রথম ১০ পয়েন্ট পেয়ে জয় নিশ্চিত করেন।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় খড়ের গহনা সজ্জায় প্রতিমা সহ নানা চমক দিতে প্রস্তুত এই ক্লাব
আরও দেখুন

কেটরিনা সিনিয়াকোভাকে মূলত ডাবলস স্পেসালিস্ট হিসাবে ধরা হয়। এটি তাঁর অলিম্পিক্সে দ্বিতীয় মেডেল জয়। এর আগে টোকিও অলিম্পিক্সে সোনা জেতেন তিনি। প্যারিস অলিম্পিক্সেও সোনা জিতে তিনি বলেন, ” আমি এই জয়ের মধ্যে দিয়ে নিজেকে দেখাতে চাইলাম আমি যে কারুর সঙ্গে নিজের সেরাটা দিয়ে খেলতে পারি এবং জিততে পারি।”

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Paris Olympics 2024: বিচ্ছেদেই শেষ নয়, অলিম্পিক্সে সোনা জিতে কী বললেন এই টেনিস তারকা জুটি? শুনলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল