TRENDING:

'দাদা এখানে জামা খুলো না', লর্ডসের ব্যালকনিতে সৌরভকে বাধা দেন এই ক্রিকেটার!

Last Updated:

Sourav Ganguly: সেদিন লর্ডসের ব্যালকনিতে সৌরভকে জার্সি খুলতে দিচ্ছিলেন না এই ক্রিকেটার। কে জানেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্য়ায় ভারতের অন্যতম সফল অধিনায়ক। 'দাদা'-র অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দল একের পর মাইলফলক স্পর্শ করেছে।
advertisement

বিপক্ষ দলের ক্রিকেটারদের চোখের দিকে তাকিয়ে উত্তর দিতে শিখিয়েছিলেন প্রিন্স অফ কলকাতা। সৌরভ সেই একই অধিনায়ক যিনি ইংল্যান্ডের অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিটফকে তাঁর ঘরের মাঠে উপযুক্ত জবাব দিয়েছিলেন।

ন্যাটওয়েস্ট ট্রফি চলাকালীন দাদা লর্ডসের বারান্দায় দাঁড়িয়ে টি-শার্ট খুলে উড়িয়েছিলেন। কিন্তু একজন ভারতীয় ক্রিকেটার সেদিন সৌরভকে টি-শার্ট খুলতে বারণ করেছিলেন। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক এক শো-তে সেই কথা জানিয়েছিলেন।

advertisement

আরও পড়ুন- দুদিনের মধ্যে অস্ত্রোপচার বুমরাহর! নিউজিল্যান্ড পৌঁছে গেলেন ভারতীয় পেসার

'ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নস শো'-তে সৌরভকে উপস্থাপক গৌরব কাপুর জিজ্ঞাসা করেছিলেন, আপনি যখন লর্ডস ব্যালকনিতে জার্সি খুলছিলেন তখন ভিভিএস লক্ষ্মণ আপনাকে থামানোর চেষ্টা করেছিলেন, এটা কি সত্য? দাদা বলেন, 'হ্যাঁ, আমার পাশে তখন ভিভিএস আর পেছন দিকে ভাজ্জি (হরভজন সিং) ছিল।'

advertisement

দাদা আরও বলেন, আমি জার্সি খোলার উপক্রম করতেই ভিভিএস বলে, দাদা এখানে জার্সি খুলো না। সমস্যা হয়ে যাবে। ভাজ্জু তখন আমাকে বলে, দাদা তা হলে আমি কী করব? আমি ওকে বললাম, তুমিও টি-শার্টটা খুলে ফেল তবে।

১৩ জুলাই ২০০২-এ খেলা ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ইংল্যান্ডের ৩২৬ রানের লক্ষ্য ভারত সহজেই অর্জন করে। সেই ম্যাচে সেঞ্চুরি পার্টনারশিপ করে দলকে শুরুতেই ভাল জায়গায় দাঁড় করিয়েছিলেন সৌরভ ও বীরেন্দ্র শেহবাগ। এর পর মহাম্মদ কাইফ ও যুবরাজ সিং ষষ্ঠ উইকেটে ১২১ রান যোগ করে ভারতকে স্মরণীয় জয় এনে দেন।

advertisement

আরও পড়ুন- টস জিতলেন আরসিবি অধিনায়ক স্মৃতি মন্ধনা, দিল্লি ক্যাপিটালসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ

সৌরভ আরও বলেন, সেই সময়ে দলে খুব ভাল মিশেল ছিল। ভাজ্জি, জাহির, বীরু এবং যুবরাজ ছিলেন উত্তর ভারতীয়। তার পর সেখানে দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণ ছিল। একটা ম্যাচে জয়ের পর ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফ্লিনটফ টি-শার্ট খুলে ফেলেছিল। তাই আমিও বলেছিলাম, লর্ডসেও এমনটা আমি করব। যদিও পরে ব্যাপারটা আমার ভাল লাগেনি।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
'দাদা এখানে জামা খুলো না', লর্ডসের ব্যালকনিতে সৌরভকে বাধা দেন এই ক্রিকেটার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল