টি-টোয়েন্টি বিশ্বকাপের দল বাছাইয়ে যাদের নাম আলোচিত হবে, সেই প্রতিটি খেলোয়াড়ের পারফরম্যান্সের ওপর নজর রাখবেন নির্বাচকরা। সবচেয়ে বড় প্রশ্ন, দলের উইকেটকিপারকে নিয়ে। ঋষভ পন্থ কি সুযোগ পাবেন?
ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার পর মাঠে ফিরেছেন তিনি। আর তাঁর উপর নির্বাচকদের নজরও রয়েছে বলে জানা যাচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে টি২০ বিশ্বকাপে ভারতীয় দলে তাঁর জায়গা পাকা।
advertisement
আরও পড়ুন- শেষ ওভারে বাকি ছিল ২৯ রান! ২ রানে ম্যাচ হারল পঞ্জাব, রুদ্ধশ্বাস জয় হায়দরাবাদের
আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের আয়োজনে চলতি বছরের জুনে অনুষ্ঠিত হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৩০ ডিসেম্বর, ২০২২-এ, বাংলাদেশ সফর থেকে ফিরে দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ পন্থ। তার পর শুরু হয় সুস্থ হওয়ার লড়াই।
গুরুতর চোটের কারণে তিনি নিজের পায়ে দাঁড়াতেও পারছিলেন না। হাঁটুর অস্ত্রোপচারের পর শেষমেশ ফিট হয়েছেন তিনি। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব করছেন পন্থ। ভাল পারফর্ম করছেন।
তিনি যে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন তা দেখে বোঝা যাচ্ছে না। ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করেছিলেন তিনি। এখনও পর্যন্ত দিল্লির হয়ে দুর্দান্ত উইকেটকিপিং করেছেন। দুটি অর্ধশতক রয়েছে তাঁর নামের পাশে।
কলকাতার বিরুদ্ধে তাঁর এক ওভারে ২৮ রানের ইনিংস পুরনো ঋষভ পন্থের কথা মনে করিয়ে দিয়েছিল। বিশ্বকাপের দল নির্বাচনের জন্য তাই তিনি থাকবেন বলেই ধরা যায়। কেএল রাহুল এবং ইশান কিশানের পাশাপাশি ধ্রুব জুরেলও উইকেটকিপারদের তালিকায় রয়েছেন।
আরও পড়ুন- পান্ডিয়া বিশ্বকাপ থেকে বাদ! ভারতীয় দলে আইপিএলের ‘এই’ তারকা, বড় বদল!
১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত চলবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসি টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দলের নাম পাঠানোর শেষ তারিখ ১৫ মে নির্ধারণ করেছে।
বিসিসিআই-এর প্রধান নির্বাচক অজিত আগরকারের নেতৃত্বে কমিটি চলতি মাসের শেষে বা আগামী মাসের প্রথম সপ্তাহে টিম ইন্ডিয়া নির্বাচনের জন্য বৈঠক করবে।