TRENDING:

Indian Captain: কখনও কোনও ম্যাচ হারেনি, একশো শতাংশ জয়ের রেকর্ড এই ভারত অধিনায়কের, যা নেই কপিল-সৌরভ-ধোনি-কোহলিদের

Last Updated:

ভারতীয় ক্রিকেটে (Indian Cricket Team) এমন একজন অধিনায়ক রয়েছেন যিনি কোনও দিন কোনও ম্যাচ হারেননি (100 Percent Winning Record)। যেই রেকর্ড নেই কপিল দেব (Kapil Dev), সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), এমএস ধোনি (MS Dhoni), বিরাট কোহলিদের (Virat Kohli)। অবাক হলেও, এটাই সত্যি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নানা সময়ে নানা অধিনায়ক এসেছেন। এদের মধ্যে অনেকেই দলকে সাফল্য এনে দিয়ে ইতিহাসের পাতায় জায়গাও করে নিয়েছে। দেশকে বিশ্বকাপ জিতিয়ে যেমন চির স্মরণীয় হয়ে গিয়েছেন কপিল দেব ও এমএস ধোনি। অপরদিকে, অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিততে না পারলেও যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাট কোহলিরা। তবে ভারতীয় ক্রিকেটে এমন একজন অধিনায়ক রয়েছেন যিনি কোনও দিন কোনও ম্যাচ হারেননি।
advertisement

অবাক হলেও, এটাই সত্যি। শুধু অধিনায়ক হিসেবে অপরাজিত থাকা নয়, দেশের হয়ে দুটি বিশ্বকাপ জেতারও নজির রয়েছে সেই ক্রিকেটারের। ব্যাটার হিসেবেও যথেষ্ট খ্যাতি রয়েছে তাঁর। এমনকী দুটি বিশ্বকাপ ফাইনালেই ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন দেশের জন্য। বর্তমানে তিনি একজন সাংসদও। এরপর আশা করি অনেকেই বুঝতে পেরে গিয়েছেন কার কথা বলা হচ্ছে। সেই তারকা ক্রিকেটার যার নেতৃত্বে ভারতীয় দল কোনও ম্যাচ হারেনি তিনি হলেন গৌতম গম্ভীর।

advertisement

২০১০ সালে এমএস ধোনির অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন গৌতম গম্ভীর। যদিও তাঁর অধিনায়কত্বের কেরিয়ার খুবই ছোট ছিল। সেই সময় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের এক দিনের সিরিজ খেলেছিল ভারত। গৌতম গম্ভীরের নেতৃত্বে ৫-০ ব্যবধানে সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও একটি ম্যাচে অধিনায়ক হিসেবে জয় পেয়েছিলেন গৌতম গম্ভীর। তারপর আর কোনও দিন অধিনায়কত্ব করার সৌভাগ্য হয়মি গৌতির। অধিনায়ক হিসেবে গৌতম গম্ভীরের ফল ৬-০।

advertisement

আরও পড়ুনঃ শীঘ্রই অবসর নিতে পারেন একাধিক ভারতীয় ক্রিকেটার, তালিকায় একের পর এক তারকার নাম

আরও পড়ুনঃ Shahrukh Khan on Rinku Singh: আইপিএলের পরেও রিঙ্কুতে মজে শাহরুখ খান, কেকেআর তারকাকে হঠাৎ কেন ‘বাপ’ বললেন বলিউড বাদশা

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

অধিনায়ক হিসেবে ওই ৬টি ম্যাচের মধ্যে ২টি অপরাজিত শতরানও করেছিলেন গৌতম গম্ভীর। ৬ ম্যাচে অধিনায়ক হিসেবে ৯০ ৩৬০ রান করেছিলেন গৌতি। এছাডা নিজের আন্তর্জাতিক কেরিয়ারে ৫৮ টেস্টে ৪১.৯৬ গড়ে ৪১৫৪ রান, একদিনের ক্রিকেটে ১৪৭ ম্যাচে ৩৯.৬৮ ম্যাচে ৫২৩৮ রান, টি-২০ ক্রিকেটে ৩৭ ম্যাচে ২৭.৪১ গড়ে ৯৩২ রান ও আইপিএলে ১৫৪ ম্যাচে ৩১.০১ গড়ে ৪২১৮ রান করেছেন গৌতম গম্ভীর। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২০টি শতরানও রয়েছে গম্ভীরের। আইপিএলে অধিনায়ক হিসেবে কেকেআরকে ২ বার চ্যাম্পিয়ন করেছেন গৌতম গম্ভীর।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Indian Captain: কখনও কোনও ম্যাচ হারেনি, একশো শতাংশ জয়ের রেকর্ড এই ভারত অধিনায়কের, যা নেই কপিল-সৌরভ-ধোনি-কোহলিদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল