অবাক হলেও, এটাই সত্যি। শুধু অধিনায়ক হিসেবে অপরাজিত থাকা নয়, দেশের হয়ে দুটি বিশ্বকাপ জেতারও নজির রয়েছে সেই ক্রিকেটারের। ব্যাটার হিসেবেও যথেষ্ট খ্যাতি রয়েছে তাঁর। এমনকী দুটি বিশ্বকাপ ফাইনালেই ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন দেশের জন্য। বর্তমানে তিনি একজন সাংসদও। এরপর আশা করি অনেকেই বুঝতে পেরে গিয়েছেন কার কথা বলা হচ্ছে। সেই তারকা ক্রিকেটার যার নেতৃত্বে ভারতীয় দল কোনও ম্যাচ হারেনি তিনি হলেন গৌতম গম্ভীর।
advertisement
২০১০ সালে এমএস ধোনির অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন গৌতম গম্ভীর। যদিও তাঁর অধিনায়কত্বের কেরিয়ার খুবই ছোট ছিল। সেই সময় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের এক দিনের সিরিজ খেলেছিল ভারত। গৌতম গম্ভীরের নেতৃত্বে ৫-০ ব্যবধানে সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও একটি ম্যাচে অধিনায়ক হিসেবে জয় পেয়েছিলেন গৌতম গম্ভীর। তারপর আর কোনও দিন অধিনায়কত্ব করার সৌভাগ্য হয়মি গৌতির। অধিনায়ক হিসেবে গৌতম গম্ভীরের ফল ৬-০।
আরও পড়ুনঃ শীঘ্রই অবসর নিতে পারেন একাধিক ভারতীয় ক্রিকেটার, তালিকায় একের পর এক তারকার নাম
অধিনায়ক হিসেবে ওই ৬টি ম্যাচের মধ্যে ২টি অপরাজিত শতরানও করেছিলেন গৌতম গম্ভীর। ৬ ম্যাচে অধিনায়ক হিসেবে ৯০ ৩৬০ রান করেছিলেন গৌতি। এছাডা নিজের আন্তর্জাতিক কেরিয়ারে ৫৮ টেস্টে ৪১.৯৬ গড়ে ৪১৫৪ রান, একদিনের ক্রিকেটে ১৪৭ ম্যাচে ৩৯.৬৮ ম্যাচে ৫২৩৮ রান, টি-২০ ক্রিকেটে ৩৭ ম্যাচে ২৭.৪১ গড়ে ৯৩২ রান ও আইপিএলে ১৫৪ ম্যাচে ৩১.০১ গড়ে ৪২১৮ রান করেছেন গৌতম গম্ভীর। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২০টি শতরানও রয়েছে গম্ভীরের। আইপিএলে অধিনায়ক হিসেবে কেকেআরকে ২ বার চ্যাম্পিয়ন করেছেন গৌতম গম্ভীর।
