TRENDING:

Rafael Nadal Retire: বিশ্ব টেনিসে এক যুগের অবসান! অবসর ঘোষণা রাফায়েল নাদালের

Last Updated:

Rafael Nadal Announces Retirement: গত ২ বছর একইবারে ভাল সময় যায়নি। চোটের কারমে কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি। চেষ্টা করলেও কিছুতেই চোটমুক্ত হয়ে ফেরা হয়নি টেনিস কোর্টে। অবশেষে নিজের কেরিয়ার নিয়ে চরম সিদ্ধান্তটা নিয়েই ফেললেন রাফায়েল নাদাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গত ২ বছর একইবারে ভাল সময় যায়নি। চোটের কারণে কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি। চেষ্টা করলেও কিছুতেই চোটমুক্ত হয়ে ফেরা হয়নি টেনিস কোর্টে। অবশেষে নিজের কেরিয়ার নিয়ে চরম সিদ্ধান্তটা নিয়েই ফেললেন রাফায়েল নাদাল। পেশাদার টেনিস থেকে অবসর ঘোষণা করলেন ২২টি গ্র্যান্ডস্ল্যাম জয়ের মালিক।
advertisement

৪ মিনিট ৪৫ সেকেন্ডের একটি ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে অবসরের সিদ্ধান্তের কথ জানিয়েছেন রাফায়েল নাদাল। যেখানে নিজের কেরিয়ারের নানা মুহূর্তের কথা তুলে ধরেছেন রাফা। ছোট বেলা থেকে একটা খেলাকেই ভালবাসার কথা থেকে সেই খেলাই তাকে কীভাবে সব পাইয়ে দিয়েছে তাও জানিয়েছেন স্প্যানিশ তারকা।

ভিডিওতে বারবার নিজের সাফল্যের কথা বলতে গিয়ে হেসেছেন, ঠিক তেমনই কেরিয়ারের কঠিন সময়ের কথা বলতে গিয়ে আবেগ প্রবণ হয়েও পড়েছেন রাফায়েল নাদাল। একইসঙ্গে শেষ ২ বছর কীভাবে চোটের কারণে ভুগেছেন, খুব কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছেন ভিডিও বার্তায় সেই কথাও শোনা গিয়েছে রাফায়েল নাদালের গলায়। চলতি বছর নভেম্বর মাসে স্পেনের মালাগায় ডেভিস কাপ খেলে সেই কথাও জানিয়েছেন রাফা।

advertisement

advertisement

আরও পড়ুনঃ ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত! ভারত খেলতে যাবে পাকিস্তানে? বড় আপডেট

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, ২০০১ সালে পেশাদার টেনিসে অভিষেক। প্রায় দুই যুগের কেরিয়ারে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে কিংবদন্তী হয়ে উঠেছেন নাদাল। তাঁর জেতা ২২টি গ্র্যান্ডস্ল্যামের মধ্যে রয়েছে ফরাসী ওপেন ১৪টি, ইউএস ওপেন ৪টি, অসস্ট্রেলিয়ান ওপেন ২টি, উইম্বডন দুটি। লাল সুড়কির কোর্টের রাজা বলা হয়ে থাকে নাদালকে। নাদালের অবসর টেনিসের এক যুগের অবসান।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Rafael Nadal Retire: বিশ্ব টেনিসে এক যুগের অবসান! অবসর ঘোষণা রাফায়েল নাদালের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল