৪ মিনিট ৪৫ সেকেন্ডের একটি ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে অবসরের সিদ্ধান্তের কথ জানিয়েছেন রাফায়েল নাদাল। যেখানে নিজের কেরিয়ারের নানা মুহূর্তের কথা তুলে ধরেছেন রাফা। ছোট বেলা থেকে একটা খেলাকেই ভালবাসার কথা থেকে সেই খেলাই তাকে কীভাবে সব পাইয়ে দিয়েছে তাও জানিয়েছেন স্প্যানিশ তারকা।
ভিডিওতে বারবার নিজের সাফল্যের কথা বলতে গিয়ে হেসেছেন, ঠিক তেমনই কেরিয়ারের কঠিন সময়ের কথা বলতে গিয়ে আবেগ প্রবণ হয়েও পড়েছেন রাফায়েল নাদাল। একইসঙ্গে শেষ ২ বছর কীভাবে চোটের কারণে ভুগেছেন, খুব কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছেন ভিডিও বার্তায় সেই কথাও শোনা গিয়েছে রাফায়েল নাদালের গলায়। চলতি বছর নভেম্বর মাসে স্পেনের মালাগায় ডেভিস কাপ খেলে সেই কথাও জানিয়েছেন রাফা।
advertisement
প্রসঙ্গত, ২০০১ সালে পেশাদার টেনিসে অভিষেক। প্রায় দুই যুগের কেরিয়ারে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে কিংবদন্তী হয়ে উঠেছেন নাদাল। তাঁর জেতা ২২টি গ্র্যান্ডস্ল্যামের মধ্যে রয়েছে ফরাসী ওপেন ১৪টি, ইউএস ওপেন ৪টি, অসস্ট্রেলিয়ান ওপেন ২টি, উইম্বডন দুটি। লাল সুড়কির কোর্টের রাজা বলা হয়ে থাকে নাদালকে। নাদালের অবসর টেনিসের এক যুগের অবসান।