TRENDING:

Temba Bavuma: ভেঙে গুঁড়িয়ে দিলেন অজিদের দম্ভ! টেস্ট বিশ্বকাপ জিতে একাধিক বিশ্বরেকর্ড বাভুমার

Last Updated:

Temba Bavuma Create Multiple World Records As Captain: অধিনায়ক হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস তৈরি করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অধিনায়ক হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস তৈরি করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। শুধু অধিনায়কত্ব নয়, ফাইনালে হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে যেভাবে ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন টেম্বা বাভুমা তা সত্যিই প্রশংসনীয়। একইসঙ্গে অস্ট্রেলিয়ার দম্ভও ভেঙে গুড়িয়ে দিয়েছে টেম্বা বাভুমার দল।
(Photo Courtesy- ICC X)
(Photo Courtesy- ICC X)
advertisement

এই ঐতিহাসিক জয়ের সঙ্গে একাধিক বিশ্বরেকর্ড তৈরি করেছেন টেম্বা বাভুমা। বর্তমানে টেম্বা বাভুমা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হওয়ার পর থেকে ১০টি টেস্ট টানা অপরাজিত থেকে দেশকে চ্যাম্পিয়ন করলেন। তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছে।

২৭ বছর পর আইসিসি ট্রফিতে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়ে বাভুমা লর্ডসের ঐতিহাসিক মঞ্চে দলকে শিরোপা এনে দেন। এর মাধ্যমে তিনি দক্ষিণ আফ্রিকার ‘চোকার্স’ ট্যাগ যা দীর্ঘদিন ধরে বড় ম্যাচে হারের কারণে দলের গায়ে লেগে ছিল, তা মুছে ফেলেছেন।

advertisement

বাভুমার অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকা মোট ১০টি টেস্ট খেলেছে, যার মধ্যে ৯টি জয় ও ১টি ড্র। কোনও হারের মুখ দেখেনি দল। তার অধীনে দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে, যা দেশটির ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

দক্ষিণ আফ্রিকা তৃতীয় দেশ হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে। ১৯৯৮ সালের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর, এটি দেশের দ্বিতীয় আইসিসি শিরোপা। ডব্লিউটিসি জিতে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার পর তৃতীয় চ্যাম্পিয়ন দেশ হয়েছে। অধিনায়র হিসেবে প্রথম ১০ টেস্টে সবচেয়ে বেশি জয় পাওয়া অধিনায়ক হিসেবে বাভুমা এবং ইংল্যান্ডের পার্সি চ্যাপম্যান একসাথে রয়েছেন। দুজনই ৯টি করে জয় পেয়েছেন।

advertisement

আরও পড়ুনঃ Sourav Ganguly: ‘হানিমুন ডেস্টিনেশন’ ঠিক করলেন সৌরভ! নেট দুনিয়ায় তুমুল ভাইরাল, ঠিক কী ঘটেছিল?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

লর্ডসের ১৪১ বছরের ইতিহাসে রান তাড়া করে এটি দ্বিতীয় সর্ববৃহৎ জয়। ফাইনালের চতুর্থ দিনে দক্ষিণ আফ্রিকা দুই উইকেটে ২১৩ রান থেকে খেলা শুরু করে এবং ৫ উইকেটে ২৮২ রান করে অস্ট্রেলিয়াকে হারায়। এই জয়ে দলের খেলোয়াড় ও সমর্থকরা মাঠে উল্লাসে ফেটে পড়েন। অস্ট্রেলিয়া শেষ দিনেও লড়াই চালিয়ে যায়। অধিনায়ক প্যাট কামিন্সের নেতৃত্বে বোলাররা প্রথম এক ঘণ্টায় দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেলে, কিন্তু বাভুমার দল দৃঢ়তা ও ধৈর্যের সঙ্গে জয়ের পথে এগিয়ে যায়।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Temba Bavuma: ভেঙে গুঁড়িয়ে দিলেন অজিদের দম্ভ! টেস্ট বিশ্বকাপ জিতে একাধিক বিশ্বরেকর্ড বাভুমার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল